কলকাতা

কড়া নিরাপত্তায় গঙ্গাসাগরে তর্পণ প্রায় দু’লক্ষ পুণ্যার্থীর

সংবাদদাতা, কাকদ্বীপ : পুণ্যার্থীদের সমাগমে লোকারণ্য গঙ্গাসাগর। বুধবার ভোর চারটে থেকে পুণ্যার্থীরা গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে ভিড় জমাতে শুরু করেন। সূর্যের আলো ফোটার অনেক আগে থেকেই শুরু হয় তর্পণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীদের সংখ্যাও বাড়তে থাকে। প্রশাসন সূত্রে খবর, প্রায় দু’লক্ষ মানুষ পুণ্যস্নান করেন। গঙ্গাসাগরে এক থেকে চার নম্বর সমুদ্র সৈকত বেহাল থাকার কারণে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। ঘাটগুলিতে কোনও পুণ্যার্থীকে নামতে দেওয়া হয়নি। শুধুমাত্র পাঁচ ও ছয় নম্বর সমুদ্র সৈকতে পুণ্যার্থীরা স্নান করে তর্পণ করেছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই বহু পুণ্যার্থী তর্পণ করার জন্য গঙ্গাসাগরে চলে এসেছিলেন। ভিড় সামলাতে সারারাত সাগর দ্বীপে গাড়ি চলাচল করেছে। মুড়িগঙ্গা নদী পারাপারের জন্য ভেসেলের সংখ্যাও বাড়ানো হয়েছিল। মঙ্গলবার সকাল থেকেই পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণের পুলিসি ব্যবস্থা করা হয়েছিল। বহু পুণ্যার্থী গঙ্গাসাগরে যেতে না পেরে মুড়িগঙ্গা নদীর সমুদ্র সৈকতেই তর্পণ করেন। এছাড়াও বজবজ, মহেশতলা ও পুজালির গঙ্গার ঘাট গুলিতেও কয়েক হাজার পুণ্যার্থী তর্পণ করেন। স্নান করে উপরে উঠলেই এদিন কাউন্সিলাররা তাঁদের হাতে ভোগের প্রসাদ তুলে দেন।
কলকাতা থেকে আসা প্রবীর মিদ্যা বলেন, ‘কপিলমুনি মন্দিরের সামনের সমুদ্র সৈকত বেহাল হয়ে গিয়েছে। সেই কারণে অনেকটা দূরে গিয়ে সবাইকে স্নান করে তর্পণ করতে হচ্ছে।’ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, ‘প্রায় দু’লক্ষ পুণ্যার্থী মহালয়ার ভোরে গঙ্গাসাগরে তর্পণ করেছেন। তাঁদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য ব্লক প্রশাসন ও পুলিস প্রশাসন সর্বদাই সচেষ্ট ছিল।’ অন্যদিকে, এদিন গঙ্গাসাগরে যাওয়ার পথে কাকদ্বীপের কামারের হাটের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত হন দশ জন পুণ্যার্থী। তাঁদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, বারুইপুর থেকে একটি জিও গাড়ি নিয়ে এই পুণ্যার্থীরা গঙ্গাসাগরে যাচ্ছিলেন।
 চলছে তর্পণ। -নিজস্ব চিত্র
11h 11m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাপড়ের ব্যবসায় অগ্রগতি। পেশাদার শিল্পীদের পক্ষে দিনটি শুভ। উচ্চ/উচ্চতর শিক্ষায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৯৯ টাকা৮৪.৭৩ টাকা
পাউন্ড১১০.৩৮ টাকা১১০.৩৮ টাকা
ইউরো৯১.৮১ টাকা৯৫.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     October,   2024
দিন পঞ্জিকা