বিনোদন

হাসপাতালে রজনীকান্ত, কেমন আছেন থালাইভা জানালেন চিকিৎসকরা

চেন্নাই, ১ অক্টোবর: আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সুপারস্টার রজনীকান্ত। গত সোমবার গভীর রাতে তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, অভিনেতার শরীরের কোনও এক অংশের ধমনীতে সামান্য ফোলাভাব লক্ষ্য করা গিয়েছে। এরপরই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কেমন আছেন ৭৩ বছরের থালাইভা? সেই বিষয়ে অবশ্য প্রথম দিকে কিছুই জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে কানা ঘুষোয় শোনা যাচ্ছিল আজ, মঙ্গলবার রজনীকান্তের অস্ত্রোপচার করা হতে পারে। এরপর সন্ধ্যায় বুলেটিন প্রকাশ করে হাসপাতাল। তাতে জানানো হয়েছে, রজনীকান্তের ধমনীতে একটি ফোলাভাব ছিল। যা অভিনেতার হৃদপিণ্ডের প্রধান রক্তনালীতে সমস্যা সৃষ্টি করছিল। কিন্তু অস্ত্রোপচার ছাড়াই এই চিকিৎসা সম্ভব। ট্রান্সক্যাথেটার পদ্ধতির সাহায্যে চিকিৎসা করা হয়েছে তাঁর। সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট চিকিৎসক থালাইভার চিকিৎসা করেছেন। পাশাপাশি এই বুলেটিন প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর অনুরাগীদের জানায় রজনীকান্তের শারীরিক অবস্থা স্থিতিশীল। আগামী দু'দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হতে পারে। এই খবরে স্বাভাবিকভাবেই বেশ খানিকটা স্বস্তিতে তাঁর অনুরাগীরা। চলতি মাসের ১০ তারিখ মুক্তি পাচ্ছে রজনীকান্ত অভিনীত ‘ভেট্টাইয়ান’। উল্লেখ্য, গত ৩০ আগস্ট পরিচালক লোকেশ কনগরাজের ‘কুলি’ ছবির শ্যুটিং করছিলেন তিনি। এরপর আচমকাই অসুস্থ হয়ে পড়েন। সমস্যা বাড়ায় রাতেই তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা