কলকাতা

পুজো স্পেশাল সূচি নিয়ে কর্মচারী ইউনিয়নের ‘চ্যালেঞ্জ’ কর্তৃপক্ষকে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেট্রো পরিষেবার মান নিয়ে যাত্রীদের ক্ষোভ ক্রমশ বাড়ছে। এর মধ্যে গোদের উপর বিষফোঁড়ার মতো অসন্তোষের পারদ চড়তে শুরু করেছে মেট্রো কর্মীদের। সম্প্রতি নিয়ম ভেঙে মেট্রো রেল রিক্রিয়েশন ক্লাবের ভোট পিছিয়ে দেওয়া নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল। পরিশেষে কর্মী সংগঠনগুলির লাগাতার আন্দোলনের চাপে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয় মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার প্রাক পুজো পর্ব থেকে পুজো পরবর্তী সময় পর্যন্ত মেট্রোর সয়মসূচি নিয়ে একগুচ্ছ ঘোষণা করেছে রেল। এর প্রতিবাদে এবার সরাসরি মেট্রো রেলের কর্তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে চিঠি দিয়েছে কর্মী সংগঠন। মঙ্গলবার মেট্রো রেল প্রোগ্রেসিভ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সমীর বেরা চিঠি দিয়েছেন প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজারকে। ওই চিঠিতে সমীরবাবু কর্মী সংখ্যার আকালের তথ্য তুলে ধরেছেন। কর্মী শূন্যতার এই আবহে আগাম প্রস্তুতি ছাড়াই মেট্রো কর্তাদের একতরফা সময়সূচি ঘোষণাকে রীতিমতো চ্যালেঞ্জ করেছেন তিনি।
প্রসঙ্গত, লোকবলের অভাবে পুজোর দিনগুলিতে শহরের দু’টি মেট্রো রুট বন্ধ রাখা হয়েছে। জোকা-মাঝেরহাট এবং কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) রুটের স্টেশনের দরজা পুজোয় খুলবে না। অন্য অংশে মধ্য রাত কিংবা ভোর রাত পর্যন্ত পরিষেবা দেওয়া হবে। কিন্তু সেই ডিউটিতে যোগ দিতে কিংবা কাজ সেরে বাড়ি ফেরার জন্য মেট্রো কর্মীদের কী ব্যবস্থা থাকছে, তার কোনও দিশা নেই সরকারি নির্দেশিকায়। এমনই অভিযোগ করেছেন সমীর বেরা। কর্মচারী ইউনিয়নের নেতার দাবি, মহিলা কর্মীরা কীভাবে ডিউটি সেরে বাড়ি ফিরবেন? শহর কিংবা শহরতলির কর্মীদের জন্য পূর্ব রেল বা দক্ষিণ পূর্ব রেল বিশেষ ট্রেন চালাবে? রাস্তায় কি অতিরিক্ত বাস চলবে, প্রশ্ন তুলেছেন তিনি। একটানা অতিরিক্ত ডিউটি কর্মীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে একটানা ডিউটি নিয়ে গোটা দেশে বিতর্ক তৈরি হয়েছে। সেই আবহে এবার কর্মীদের মধ্যে তৈরি হওয়া এই বিক্ষোভ ঘিরে বড় বিপদের আশঙ্কা করছে মেট্রো ভবনের একাংশ। কর্মীদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তৈরি হওয়া মেট্রো সূচিকে অমানবিক এবং জীবন-জীবিকার পরিপন্থী বলেও উল্লেখ করেছেন এই কর্মচারী নেতা। গোটা বিষয়টিকে মাথায় রেখে ফের নতুন করে সময়সূচি তৈরির দাবি জানিয়েছেন সমীরবাবু।
8h 8m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাপড়ের ব্যবসায় অগ্রগতি। পেশাদার শিল্পীদের পক্ষে দিনটি শুভ। উচ্চ/উচ্চতর শিক্ষায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৯৯ টাকা৮৪.৭৩ টাকা
পাউন্ড১১০.৩৮ টাকা১১০.৩৮ টাকা
ইউরো৯১.৮১ টাকা৯৫.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     October,   2024
দিন পঞ্জিকা