দেশ

ব্যাগ কিনতে কর্মচারীদের সাড়ে ১২ হাজার টাকা দেবে ইপিএফও

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্যাগ কিনতে এখন কর্মচারীদের ১২ হাজার ৫০০ টাকা পর্যন্ত দেবে ইপিএফও। তিন বছরে একবার মিলবে এই সুবিধা। রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে শ্রমমন্ত্রকের আওতাধীন এই সংস্থাটি। যা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। বছরখানেক আগে গ্রাহকদের জন্য উচ্চ হারে পেনশন প্রদানের ঘোষণা করেছিল ইপিএফও। কিন্তু পুরো প্রক্রিয়াই বিশ বাঁও জলের তলায় চলে গিয়েছে। এছাড়া ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণ এক হাজার টাকা থেকে বৃদ্ধির ব্যাপারেও টালবাহানা করছে তারা। শুধু তাই নয়, ইপিএফের সব গ্রাহক এখনও পর্যন্ত নতুন হারে সুদের টাকা পাননি বলেও অভিযোগ। তার মধ্যেই এমন ‘দান-খয়রাতি’ কেন, উঠছে প্রশ্ন। বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, ব্যাগ, ব্রিফকেস, লেডিস পার্স কেনার জন্য এবার থেকে ৪ হাজার ৩৭৫ টাকা থেকে ১২ হাজার ৫০০ টাকা পর্যন্ত পাবেন ইপিএফও কর্মচারীরা। পদাধিকারের ভিত্তিতেই অর্থের পরিমাণ নির্ধারিত হবে। যেমন, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, পিএ, এসএসএ, কিংবা স্টেনোর মতো সর্বনিম্ন স্তরে (সিক্স-সেভেন) কর্মরতদের ক্ষেত্রে ৪ হাজার ৩৭৫ টাকা পর্যন্ত বরাদ্দ হয়েছে। আবার সর্বোচ্চ স্তরে (সেভেন্টিন) কর্মরত সচিব, বিশেষ সচিবরা ব্যাগ, ব্রিফকেস কিনতে পারবেন ১২ হাজার ৫০০ টাকা পর্যন্ত।  
তবে এক্ষেত্রে শর্ত আছে। প্রথমে নিজেদের পকেটের টাকায় তাঁদের কিনতে হবে ব্যাগ বা ব্রিফকেস। অফিসে সেই রসিদ জমা দিয়ে টাকা ফেরত পাওয়া যাবে। ইপিএফও সূত্রে খবর, আগেও এই খাতে কর্মচারীরা টাকা পেতেন। যার অঙ্ক ছিল সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং সর্বনিম্ন  সাড়ে ৩ হাজার টাকা। সেই টাকা এবার বাড়ল। যদিও সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলির প্রশ্ন, গ্রাহক স্বার্থ সুরক্ষিত করার পরিবর্তে কেন নিছকই ব্যাগ কিনতে তৎপর হয়েছে ইপিএফও? 
9h 9m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাপড়ের ব্যবসায় অগ্রগতি। পেশাদার শিল্পীদের পক্ষে দিনটি শুভ। উচ্চ/উচ্চতর শিক্ষায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৯৯ টাকা৮৪.৭৩ টাকা
পাউন্ড১১০.৩৮ টাকা১১০.৩৮ টাকা
ইউরো৯১.৮১ টাকা৯৫.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     October,   2024
দিন পঞ্জিকা