দেশ

যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন ভারত, ইরান সফরে জারি নিষেধাজ্ঞা, উদ্ধার অভিযানের প্রস্তুতি শুরু বিদেশ মন্ত্রকের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহাযুদ্ধের পরিস্থিতি ঘনিয়ে আসছে পশ্চিম এশিয়ায়। ইজরায়েলে আকস্মিক মিসাইল আক্রমণের পর প্রত্যাশিতভাবেই ইরানকে হুমকি দিয়েছে খোদ আমেরিকা। রাশিয়া এবং চীন এখনও নীরব। তেহরানের এই চরম আগ্রাসী আচরণের নেপথ্যে মস্কোর প্রত্যক্ষ মদত দেখছে ওয়াশিংটন। ফলে মার্কিন এবং ন্যাটো বাহিনি তেল আভিভের পাশে। আবার ইরানের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাশিয়া ও চীন। ঠিক এই অবস্থায় প্রবল উদ্বেগে ভারত সরকার। মূলত দু’টি কারণে। প্রথমত, ভারত ৪১ শতাংশ অশোধিত তেল আমদানি করে রাশিয়া থেকে। ইরাক থেকে ২১ শতাংশ। ইরান থেকেও কিয়দংশ আমদানি এখনও জারি আছে। যুদ্ধের কারণে ব্যাহত হতে পারে সেই তেল সরবরাহ। আর দ্বিতীয়ত, পশ্চিম এশিয়া জুড়ে থাকা ভারতীয় নাগরিকদের সুরক্ষা।
বুধবার সকালেই ইরানে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক। ‌ইরান, ইয়েমেন, সিরিয়া, লেবাননে থাকা ভারতীয় নাগরিকদের উদ্দেশে জারি হয়েছে সতর্কবার্তা—কোনও ঝুঁকি নিয়ে কেউ যেন বাইরে না যান। প্রত্যেকেই ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে নিজেদের নাম ঠিকানা জানিয়ে দিন। দিল্লিতে সামরিক বিভাগের সঙ্গে আলোচনাও শুরু করেছে বিদেশ মন্ত্রক। কারণ, যুদ্ধের ছায়া প্রবলভাবে পড়তে শুরু করলে ভারতীয় নাগরিকদের সরিয়ে আনার একটি মিশন নেওয়া হতে পারে।  সেই অবস্থা অবশ্য এখনও আসেনি। কিন্তু যে কোনও সময় শুরু হতেই পারে সেই অপারেশন। একসঙ্গে চারটি দেশ থেকে নাগরিকদের উদ্ধারের মিশন আজ পর্যন্ত হয়নি। বিপুল উদ্বেগজনক সেই অপারেশনের প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু হয়েছে তাই এখন থেকেই।
9h 9m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাপড়ের ব্যবসায় অগ্রগতি। পেশাদার শিল্পীদের পক্ষে দিনটি শুভ। উচ্চ/উচ্চতর শিক্ষায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৯৯ টাকা৮৪.৭৩ টাকা
পাউন্ড১১০.৩৮ টাকা১১০.৩৮ টাকা
ইউরো৯১.৮১ টাকা৯৫.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     October,   2024
দিন পঞ্জিকা