দেশ

সমমনোভাবাপন্ন দলের জন্য দরজা খোলা, জম্মু-কাশ্মীরে ভোট মিলতেই কৌশলী বার্তা কংগ্রেসের

জম্মু: বিধানসভা নির্বাচন শেষ। ইভিএম-বন্দি হয়ে গিয়েছে জম্মু ও কাশ্মীরের জনাদেশ। আগামী ৮ তারিখ ভোট গণনা। তবে ততদিন পর্যন্ত অপেক্ষা না করে রাজনৈতিক ঘুঁটি সাজাতে শুরু করল কংগ্রেস। সদ্য সমাপ্ত ভোটে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধেছিল হাতশিবির। কিন্তু, সংখ্যাগরিষ্ঠতা না পেলে? সেজন্য সমমনোভাবাপন্ন দলের জন্য দরজা খুলে রাখছে শতাব্দীপ্রাচীন দল। জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কারা বুধবার জানিয়েছেন, ‘সাধারণ মানুষ জোটের পক্ষে এবং বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে ভোট দিয়েছেন। যা অত্যন্ত ইতিবাচক। ফলপ্রকাশের পর সরকার গঠনের জন্য দরকার পড়লে সমমনোভাবাপন্ন ব্যক্তি, গোষ্ঠী, দলের জন্য দরজা খোলা রয়েছে। জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।’ ২০১৪ সালে বিধানসভা নির্বাচনের পর বিজেপির সঙ্গে জোট গড়েছিল মেহেবুবা মুফতির পিডিপি। যদিও বর্তমানে এই দুই দলের মধ্যে আদায়-কাঁচকলায় সম্পর্ক। সেক্ষেত্রে প্রয়োজনে কী পিডিপির সঙ্গে হাত মেলাবে কংগ্রেস? এই প্রশ্নের জবাবে ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলেননি তারিক। তবে নির্দলদের নিয়ে ছুঁতমার্গের কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি তাঁদের উপর ভরসা করতে রাজি নন। তাঁর যুক্তি, কেন্দ্রের সমস্ত পরীক্ষা-নিরীক্ষা এখানে ব্যর্থ হয়েছে। সেকারণেই ভোট-ভাগের ফসল ঘরে তুলতে তারা নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিল। কাশ্মীরিদের দুর্বল করে রাখাই বিজেপির একমাত্র উদ্দেশ্য।
পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকে আটক করা নিয়েও এদিন গেরুয়া শিবিরকে নিশানা করেছেন আরিফ। জানিয়েছেন, বিজেপি ও আরএসএসের মতাদর্শ না মানলেই যে কোনও ধর্ম বা প্রান্তের মানুষকে জেলে পুরে দেওয়া হবে। এজন্য কারাগারগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। এদিকে, ভোট প্রচারে বারবার পদ্মপার্টি দাবি করেছে, জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরেছে। কিন্তু, তাদের সেই দাবি খারিজ করে কংগ্রেস নেতার পাল্টা যুক্তি, এখানে প্রকৃত শান্তি নেই। ভয় ও চাপের পরিবেশ তৈরি করা হয়েছে। সাধারণ মানুষের মস্তিষ্কে ও হৃদয়ে কোনও শান্তি নেই। সেখানে শুধু ভয় বিরাজ করছে। 
9h 9m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাপড়ের ব্যবসায় অগ্রগতি। পেশাদার শিল্পীদের পক্ষে দিনটি শুভ। উচ্চ/উচ্চতর শিক্ষায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৯৯ টাকা৮৪.৭৩ টাকা
পাউন্ড১১০.৩৮ টাকা১১০.৩৮ টাকা
ইউরো৯১.৮১ টাকা৯৫.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     October,   2024
দিন পঞ্জিকা