কলকাতা

একাধিক রুটে বাড়ল অটো ভাড়া,  পুজোর মুখে নাজেহাল নিত্যযাত্রী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মুখে শহরের একাধিক রুটে ভাড়া বাড়িয়ে দিয়েছেন অটো চালকরা। উত্তর থেকে দক্ষিণ, বেশ কিছু রুটে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে। অন্য বছর পুজোর ক’টা দিন বেশি ভাড়া নেন চালকরা। তবে এবারে অনেক আগেই পাঁচ থেকে সাত টাকা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই উল্টোডাঙা থেকে শোভাবাজার মেট্রো রুটে ভাড়া বাড়িয়ে দিয়েছেন অটো চালকরা। পুজো এলে তা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছেন যাত্রীরা। দক্ষিণের রাসবিহারী থেকে গড়িয়াহাট রুটেও বেড়েছে ভাড়া। পুজোর ক’দিন শহরের অন্যান্য অটো রুটেও বিগত বছরগুলির মতো ভাড়া বাড়ার সম্ভাবনা রয়েছে। 
উল্টোডাঙা থেকে শোভাবাজার কিংবা আহিরীটোলা লঞ্চঘাট রুটে ভাড়া বৃদ্ধির অভিযোগ নতুন কিছু নয়। প্রতি বছর শ্রাবণ মাসে উল্টোডাঙা-আহিরীটোলা রুটে ভাড়া বাড়িয়ে দেন চালকরা। অভিযোগ, তখন ২০ টাকা ভাড়ার পরিবর্তে ২৫ কিংবা ৩০ টাকাও দাবি করেন চালকরা। প্রতিবছর পুজোর ক’দিন পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত টানা এই রুটে পাঁচ টাকা ভাড়া বাড়ানো হয়। এবারে নিত্যযাত্রীদের অভিযোগ, পুজোর কয়েক সপ্তাহ আগে থেকেই উল্টোডাঙা-শোভাবাজর মেট্রো রুটে বেশি ভাড়া হাঁকচ্ছেন অটোচালকদের একাংশ। ১৫ টাকার ভাড়া বেড়ে হয়েছে ২০ টাকা। যা নিয়ে যাত্রী মহলে ক্ষোভ তৈরি হয়েছে। নিয়মিত এই রুটে যাতায়াত করেন দক্ষিণদাঁড়ির বাসিন্দা শোভনা কুণ্ডু। তাঁর কথায়, অন্য বছর পুজোর সময় ভাড়া বাড়ে। কিন্তু, এবার দেখছি, এত আগে থেকে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। দু’টাকা কিংবা তিন টাকা ভাড়া বাড়লে তাও মেনে নেওয়া যায়। কিন্তু, একবারে পাঁচ টাকা ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। পুজোর সময় আবার যদি ভাড়া বাড়াল তাহলে তো অটোতে ওঠাই যাবে না।
রাসবিহারী-গড়িয়াহাট রুটেও বেড়েছে অটোর ভাড়া। ১১ টাকার ভাড়া বেড়ে হয়েছে ১৩ টাকা। তবে, সেই ভাড়া বৃদ্ধি ন্যূনতম হওয়ায় তা নিয়ে নিত্যযাত্রীদের মধ্যে তেমন অসন্তোষ নেই। প্রতাপাদিত্য রোডের বাসিন্দা সমীরণ পাঁজা বলেন, পুজোর সময় এইটুকু ভাড়া বাড়ানোটা মেনে নেওয়া যায়। যেভাবে তেলের দাম বেড়েছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তাতে অটোয় দু’টাকা বাড়তি ভাড়া দেওয়াই যায়। যদিও, গড়িয়াহাট-গড়িয়া অটো রুটে ভাড়া বাড়েনি। তবে, কিছু অটোচালক ঝোপ বুঝে কোপ মারছেন বলেও অভিযোগ। বাড়তি ভাড়া নিচ্ছেন তাঁরা। স্থানীয় অটো ইউনিয়নের নেতারা জানাচ্ছেন, ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। তবে, এখনও সেটা বাস্তবায়ন হয়নি। বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে না। 
যাত্রীদের দাবি, দু’-একটি রুট নয়। পুজোর মুখে শহরের বিভিন্ন রুটেই কমবেশি অটো ভাড়া বেড়ে যায়। ইউনিয়নের তরফে যে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়, তার বাইরে গিয়েও পুজোর সুযোগ নিয়ে অটোচালকদের একাংশ ইচ্ছেমতো ভাড়া হাঁকেন বলে অভিযোগ ওঠে।   
9h 9m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাপড়ের ব্যবসায় অগ্রগতি। পেশাদার শিল্পীদের পক্ষে দিনটি শুভ। উচ্চ/উচ্চতর শিক্ষায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৯৯ টাকা৮৪.৭৩ টাকা
পাউন্ড১১০.৩৮ টাকা১১০.৩৮ টাকা
ইউরো৯১.৮১ টাকা৯৫.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     October,   2024
দিন পঞ্জিকা