খেলা

বুমরাহ, জাদেজাদের অবিশ্বাস্য জয়, টিম ইন্ডিয়ার আগ্রাসনে দুরমুশ বাংলাদেশ

কানপুর: শুধু বাংলাদেশই নয়, উল্টোদিকে ছিল আবহাওয়ার চোখরাঙানি। টিক টিক করতে থাকা সময়ের সঙ্গেও চলছিল স্নায়ুর লড়াই। গ্রিন পার্কে মঙ্গলবার বাংলাদেশকে ৭ উইকেটে হারানোর মাহাত্ম্য সেজন্যই আলাদা। প্রথম দিন খেলা হয়েছিল মাত্র ৩৭ ওভার। দ্বিতীয়, তৃতীয় দিনে একবলও গড়ায়নি বাইশ গজে। অথচ, তারপরও একটা পুরো সেশন বাকি রেখে বাজিমাত করল রোহিত শর্মা বাহিনী। সার্বিকভাবে ১৮০ ওভারও খেলা হয়নি টেস্টে। এতটাই দাপটে পদ্মাপাড়ের দলকে ‘ধবলধোলাই’ করল টিম ইন্ডিয়া। কে ভেবেছিল পাকিস্তানে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে আসা সাকিবদের জন্য গঙ্গাপাড়ে অপেক্ষা করছে দুরমুশ। এই জয়ের সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে অবস্থান আরও মজবুত হল ভারতের। বাকি আটটি টেস্টের মধ্যে এখন তিনটে জিতলেই তাজ দখলের লড়াইয়ে নামা কার্যত নিশ্চিত  হবে।
এদিন দুই উইকেটে ২৬ নিয়ে দ্বিতীয় ইনিংসে শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসের শতরানকারী মোমিনুল ফিরতেই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে ওঠে। এরপর শুধুই আসা-যাওয়ার পালায় অংশ নিলেন সফরকারী ব্যাটাররা। জাদেজার জাদুতে পরপর আত্মসমর্পণ করলেন নাজমুল হোসেন শান্তরা। আর পুরনো বলে ভেলকি দেখালেন সেই বুমরাহ। তাঁর গতির সামনে দিশাহারা দেখায় মুশফিকুরদের। শেষ পর্যন্ত লাঞ্চের ঠিক আগে ১৪৬ রানে দাঁড়ি পড়ে বাংলাদেশের ইনিংসে।
জেতার জন্য ভারতের দরকার ছিল ৯৫ রান। ১৭,২ ওভারে আক্রমণাত্মক মেজাজে লক্ষ্যে পৌঁছয় হোমটিম (৯৮-৩)। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করেন যশস্বী। রোহিত, গিল দ্রুত ফিরলেও কোহলিকে জমাট দেখাল ব্যাট হাতে। অবসর নিতে চলা সাকিবকে ব্যাট উপহার দিয়ে বিপক্ষ শিবিরের মনও জিতলেন বিরাট। 
ঘরের মাঠে এই নিয়ে টানা ১৮ টেস্ট সিরিজ জিতল ভরত। তবে এই জয়ের মাহাত্ম্য অন্য। তৃতীয় দিনের শেষে নিশ্চিত ড্রয়ের দিকে ছুটতে চলা টেস্টের গতিপথ পাল্টে দিয়েছিল রোহিতদের আগ্রাসী মানসিকতা। অসম্ভব জয়কেই ছিনিয়ে এনেছেন বুমরাহ, যশস্বীরা। আর সেটাও দু’দিনের কম সময়ে। টেস্টে গম্ভীর যুগের সূচনা হা রে রে রে ভঙ্গিতে বাজবলকে চ্যালেঞ্জ জানিয়েই হল!
স্কোরবোর্ড: বাংলাদেশ প্রথম ইনিংস ২৩৩। ভারত প্রথম ইনিংস ২৮৫-৯ (ডিঃ)। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস (২৬-২ এর পর): শাদমান ক যশস্বী বো আকাশ দীপ ৫০, মোমিনুল ক লোকেশ বো অশ্বিন২, শান্ত বো জাদেজা ১৯, মুশফিকুর বো বুমরাহ ৩৭, লিটন ক পন্থ বো জাদেজা ১, সাকিব ক ও বো জাদেজা ০, মিরাজ ক পন্থ বো বুমরাহ ৯, তাইজুল এলবিডব্লু বো বুমরাহ ০, খালেদ অপরাজিত ৫, মোট (৪৭ ওভারে) ১৪৬। উইকেট পতন: ৩-৩৬, ৪-৯১, ৫-৯৩,৬-৯৪, ৭-৯৪, ৮-১১৮, ৯-১৩০, ১০-১৪৬। বোলিং: বুমরাহ ১০-৫-১৭-৩, অশ্বিন ১৫-৩-৫০-৩, আকাশ ৮-৩-২০-১, সিরাজ ৪-০-১৯-০, জাদেজা ১০-২-৩৪-৩। 
ভারত দ্বিতীয় ইনিংস (টার্গেট ৯৫): রোহিত ক হাসান বো মিরাজ ৮, যশস্বী ক সাকিব বো তাইজুল ৫১, গিল এলবিডব্লু বো মিরাজ ৬, কোহলি অপরাজিত ২৯, পন্থ অপরাজিত ৪, অতিরিক্ত ০, মোট ১৭.২ ওভারে ৯৮-৩। উইকেট পতন: ১-১৮, ২-৩৪, ৩-৯২। বোলিং: মিরাজ ৯-০-৪৪-২, সাকিব ৩-০-১৮-০, তাইজুল ৫.২-০-৩৬-১।
- ভারত ৭ উইকেটে জয়ী।
- ম্যাচের সেরা যশস্বী। সিরিজের সেরা অশ্বিন।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা