খেলা

ভারতের ব্যাটিং ও বোলিংয়ের সামনে টিকতে পারল না বাংলাদেশ, দ্বিতীয় টেস্টেও জয়ী রোহিত শর্মারা

কানপুর, ১ অক্টোবর: বৃষ্টির জেরে দু’দিন একটিও বল গড়ায়নি উত্তরপ্রদেশের কানপুরের মাঠে। চিন্তায় পড়ে গিয়েছিলেন রোহিত শর্মারা। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‌্যাঙ্কিংয়ে ভালো পজিশনে থাকতে গেলে বাংলাদেশকে হারাতেই হতো ভারতকে। সেই লক্ষ্য নিয়েই চতুর্থ দিন বৃষ্টি থামতেই মাঠে নামে রোহিত শর্মারা। চতুর্থ দিনেই ভারতীয় বোলারদের দাপটে কার্যত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। গতকাল, সোমবার দুপুরে যশপ্রীত বুমরাহদের দাপটে টাইগারদের প্রথম ইনিংসে মাত্র ২৩৩ রান ওঠে। মোমিনুল হক অবশ্য দুরন্ত সেঞ্চুরিতে একাই কিছুটা লড়ছিলেন। চতুর্থ দিনের শুরুতে ফিল্ডিং ও বোলিংয়ে দাপট দেখায় গৌতম গম্ভীরের ছেলেরা। তারপরই আসে ভারতের ব্যাটিংয়ের পালা। আর তাতে অন্য মাত্রা যোগ করেন তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল। ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে মাঠ মাতান যশস্বী এবং লোকেশ রাহুলরা। মাত্র ৫২ রানের লিড নিয়েই ইনিংস ডিক্লেয়ার করে ভারত। কারণ রোহিত শর্মাদের লক্ষ্যই ছিল বাংলাদেশকে হারানো। তাই দ্বিতীয় ইনিংসে শান্তোদের দ্রুত ব্যাট করতে পাঠানোর চেষ্টা করেছিল ভারত। আর তাতে সফলও হয়। ৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অশ্বিন-বুমরাহদের বোলিংয়ের সামনে ফের মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। পঞ্চম দিনে এসে মধ্যাহ্নভোজের বিরতির আগেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৯৫ রানের। ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মতোই খেলেন যশস্বী জয়সওয়াল। তাঁর আগ্রাসী মনোভাব টেস্ট ক্রিকেটেও এনে দিল টি২০-র স্বাদ। দ্রুত হাফসেঞ্চুরিও করে ফেলেন তিনি। বাংলাদেশ রোহিত শর্মা ও শুভমান গিলকে আউট করে ভারতকে ধাক্কা দেওয়ার মরিয়া চেষ্টা করেছিল। কিন্তু তাতে কোনও লাভই হয়নি। শান্তোদের লিড খুবই কম ছিল। তার উপর জয়সওয়ালের ব্যাটিংয়ের কাছে কার্যত অসহায় ছিল টাইগাররা। তাই পঞ্চম দিনে চা পানের বিরতির আগেই জয় পায় ভারত। জয়সওয়ালের পাশাপাশি বিরাট কোহলিও ২৯ (অপরাজিত) রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতকে সহজ জয় এনে দেন। বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টেই জয় পেয়ে স্বস্তিতে ভারত। কারণ শ্রীলঙ্কার হাতে নিউজিল্যান্ডের পরাজয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড় জমে গিয়েছে। তাই কানপুর টেস্টে বাংলাদেশকে হারানো রোহিত শর্মাদের কাছে বড় মাইলেজ বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা