খেলা

৬০০ উইকেট নিয়ে ভাবছেন না অশ্বিন

কানপুর: বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টেই ভারতের জয়ে বড় অবদান রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যাট হাতে ১১৪ রান ও ১১টি উইকেট নেওয়ার সুবাদে সিরিজের সেরাও হলেন তিনি। অর্থাত্ ১০২ টেস্টে অ্যাশের উইকেটসংখ্যা দাঁ‌ড়াল ৫২৭। এবার কি তাঁর চোখ ৬০০ উইকেটে? অশ্বিনের জবাব, ‘মাইলফলক নিয়ে চিন্তিত নই। প্রতিটি দিন নিয়ে ভাবতে পছন্দ করি। এখনও খিদে কমেনি। খেলাটা এখনও উপভোগ করি। প্রতিনিয়ত নতুন কিছু শেখার চেষ্টা থাকে। তবে জানি না এই খিদে কতদিন ধরে রাখতে পারব। তাই বড় কোনও টার্গেট নয়, একটা করে টেস্ট ম্যাচ নিয়ে ভাবতে চাই।’ উল্লেখ্য, ভারতের সর্বাধিক টেস্ট উইকেট সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে অশ্বিন। শীর্ষে অনিল কুম্বলে (৬১৯)।
এদিকে, বাংলাদেশের বিরুদ্ধে আড়াই দিনেই টেস্ট জয়ের প্রসঙ্গে অশ্বিনের মন্তব্য, ‘ক্যাপ্টেনই জয়ের পথ ঠিক করে দিয়েছিল। আর যশস্বী অনবদ্য। প্রথম ইনিংসে ৩ ওভারে স্কোর ছিল ৫০। তখনই মনে হয়েছিল আড়াই দিনে ম্যাচ জেতা সম্ভব। এরপর বাকিরাও আগ্রাসী ব্যাটিংয়ের পথে হাঁটে।’ পাশাপাশি তরুণ যশস্বী ও শুভমান গিলের প্রশংসাও শোনা গিয়েছে অ্যাশের গলায়। তিনি বলেন, ‘অভিজ্ঞতা সঞ্চয় করে ওরা ভবিষ্যতে ভারতের তারকা হয়ে উঠবে।’
সহজে সিরিজ জিতলেও কানপুরের ড্রেনেজ সিস্টেম নিয়ে বিতর্ক থামছে না। এই প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘বাছাই করা ভেন্যুতেই টেস্ট হলে ভালো। প্লেয়াররাও উপকৃত হবে। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বাছাই করা চার-পাঁচটি ভেন্যুতেই টেস্ট খেলে। তবে ভারতের সেই পথে হাঁটা উচিত কিনা, তা বলার এক্তিয়ার আমার নেই। বিভিন্ন ভেন্যুতে টেস্ট খেলারও আলাদা তাত্পর্য রয়েছে। তবে পরিকাঠামোর সঙ্গে ড্রেনেজ সিস্টেম ভালো হওয়া আবশ্যক।’
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাপড়ের ব্যবসায় অগ্রগতি। পেশাদার শিল্পীদের পক্ষে দিনটি শুভ। উচ্চ/উচ্চতর শিক্ষায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৯৯ টাকা৮৪.৭৩ টাকা
পাউন্ড১১০.৩৮ টাকা১১০.৩৮ টাকা
ইউরো৯১.৮১ টাকা৯৫.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     October,   2024
দিন পঞ্জিকা