খেলা

আকাশের প্রশংসায় ক্যাপ্টেন রোহিত

কানপুর: এমন আগ্রাসী ভারতকে অতীতে টেস্টের আসরে দেখা যায়নি। একের পর এক রেকর্ড ভেঙে গ্রিন পার্কে টিম ইন্ডিয়ার জয়ের পতাকা ওড়ানোয় স্তম্ভিত বাংলাদেশ শিবির। চতুর্থ দিন বিপক্ষের প্রথম ইনিংস ২৩৩ রানে শেষ হতেই অবশ্য আক্রমণাত্মক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলে রোহিত শর্মা বাহিনী। জয়ের পর সোমবার গর্বিত অধিনায়ক বলেন, ‘আড়াই দিন নষ্টের পর যত দ্রুত সম্ভব বাংলাদেশকে আউট করাই লক্ষ্য ছিল। ওদের ইনিংসে দাঁড়ি পড়ার পর ঠিক করেছিলাম যে, আমরা কত রান তুলতে পারছি সেটা গুরুত্বপূর্ণ নয়। ওদের দ্বিতীয় ইনিংসে আউট করার মতো পর্যাপ্ত ওভার পাচ্ছি কিনা সেটাই আসল। ওই পরিস্থিতিতে জয়ের সম্ভাবনা উস্কে দিতে অবিশ্বাস্য প্রচেষ্টার দরকার ছিল। ব্যাট হাতে ঝাঁপিয়ে পড়াই ছিল জরুরি। কিন্তু তার সঙ্গে ঝুঁকিও জড়ানো ছিল। আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে ১০০-১২০ রানে অল আউট হওয়ার আশঙ্কাও ভয় দেখাচ্ছিল। তবে আমরা সেই ঝুঁকি নিতে প্রস্তুত ছিলাম। কারণ পিচে খুব একটা সাহায্য ছিল না বোলারদের জন্য।’
ভারতীয় বোলার ও ব্যাটারদের প্রশংসায় উচ্ছ্বসিত শুনিয়েছে রোহিতকে। জেতার জন্য প্রত্যেকে সেরাটা উজাড় করে দিয়েছেন, মত হিটম্যানের। তার মধ্যে আকাশ দীপের প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে ঘাম ঝরিয়ে উঠে এসেছে ও। ফলে প্রচুর ওভার বল করার সঙ্গে ধাতস্থ থাকে শরীর। জানতাম যে ওর থেকে যে আশা রয়েছে তা পূর্ণ হবেই। আকাশের সেই দক্ষতা ও স্কিল রয়েছে। ও শারীরিকভাবেও শক্তপোক্ত। গতির সঙ্গে  লম্বা স্পেলে বল করার ক্ষমতা ওর সহজাত।’ রোহিতের কথায়, ‘আমরা এমন বোলারদের তৈরি করতে চাইছি যারা টেস্টে সবসময় সেরাটা দেবে। এমনকী, পিচ থেকে কোনও সহায়তা না থাকলেও ওরা ঠিক আঘাত হানতে পারবে। সেজন্য রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করা দরকার। কেউ আহত হলে যাতে সেই অভাব মেটানোর ক্ষমতা ধরে অন্যরা।’ 
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা