খেলা

মহমেডানের উইং-প্লে রুখতে মরিয়া মোলিনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনুশীলন সবে শেষ। একে একে মাঠ ছাড়ছেন ফুটবলাররা। হঠাৎই যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে এসে থামল সাদা গাড়ি। তা থেকে নেমে সোজা মহমেডান স্পোর্টিংয়ের ড্রেসিং-রুমে পা রাখলেন ভাস্কর গাঙ্গুলি ও সাব্বির আলি। আগামী শনিবার আইএসএলের প্রথম ডার্বিতে মোহন বাগানের মুখোমুখি হবে সাদা-কালো ব্রিগেড। তার আগে ফুটবলারদের উদ্বুদ্ধ করতে এই দুই প্রাক্তনীকে হাজির করেছিলেন কর্তারা। কোচ আন্দ্রে চেরনিশভের উপস্থিতিতেই প্রায় মিনিট দশেক কাসিমভ-আলেক্সিসদের সঙ্গে কথা বললেন তাঁরা। আসলে আইএসএলের আসরে প্রথম মেগা ম্যাচের আগে ফুটবলারদের চাপমুক্ত রাখতেই এই বিশেষ উদ্যোগ নেয় টিম ম্যানেজমেন্ট। অতীতে সাদা-কালো ডার্বিতে একাধিক ডার্বির সাক্ষী এই দুই প্রাক্তনীর পেপ টকই শনিবার বড় ভরসা হতে চলেছে সামাদ-রেমসাঙ্গাদের।
আইএসএলের অভিষেকেই সাড়া ফেলেছে মহমেডান। প্রথম দু’টি ম্যাচে পয়েন্ট নষ্ট করলেও, চেন্নাইয়ানের বিরুদ্ধে দুরন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে চেরনিশভ ব্রিগেড। স্বাভাবিকভাবেই মোহন বাগানের বিরুদ্ধে মেগা ম্যাচের আগে আত্মবিশ্বাসে ফুটছে সাদা-কালো ব্রিগেড। তবে ফুটবলারদের আত্মতুষ্ট হতে বারণ করেছেন রুশ কোচ। চলতি মরশুমে রক্ষণের ভুলে প্রায় প্রতি ম্যাচেই নিয়ম করে গোল হজম করছে মোহন বাগান। প্রতিপক্ষের এই দুর্বল জায়গায় আঘাত করতে চান মহমেডান কোচ। প্রান্তিক আক্রমণে চাপ বাড়িয়ে শুরুতেই গোল তুলে নেওয়া লক্ষ্য তাঁর। এদিকে, বেঙ্গালুরু ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া মোহন বাগান। তিন ম্যাচে মাত্র চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নবম স্থানে দিমিত্রি পেত্রাতোসরা। তাই মহমেডানের বিরুদ্ধে রক্ষণ জমাট রাখতে মরিয়া কোচ হোসে মোলিনা। সেই মতো বৃহস্পতিবার অনুশীলনে প্রান্তিক আক্রমণ আটকাতে সিংহভাগ সময় ব্যয় করলেন তিনি। বুধবার অনুশীলনে হাল্কা চোট পেয়েছিলেন মনবীর সিং। এদিন মাঠে এলেও ফিজিওর তত্ত্বাবধানেই সময় কাটালেন পাঞ্জাব তনয়। তবে চোট সারিয়ে পুরোদমে অনুশীলন করলেন আশিক কুরুনিয়ান। শনিবার তাঁকে রেখেই স্ট্র্যাটেজি গড়ছেন বাগান কোচ। এদিন মাঠ ছাড়ার আগে তিনি জানান, ‘মনবীরের হাল্কা চোট রয়েছে। তবে আশিক পুরোপুরি সুস্থ। ও খেলার মতো জায়গায় রয়েছে।’ অন্যদিকে, বৃহস্পতিবার ঘরের মাঠে কেরলের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ওড়িশা এফসি।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা