রাজ্য

শুরু হল উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং, ১৪৪ জনের মধ্যে অনুপস্থিত ৪১ জন!

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য বৃহস্পতিবার থেকে শুরু হল কাউন্সেলিং প্রক্রিয়া। এদিন প্রার্থীদের হাতে হাতেই সুপারিশপত্র দিয়ে দেয় এসএসসি। তবে কাউন্সেলিংয়ে উপস্থিতির হার বেশ কম। ডাক পাওয়া ১৪৪ জন প্রার্থীর মধ্যে ৪১ জনই ছিলেন অনুপস্থিত। সংরক্ষণ সংক্রান্ত জটিলতায় একজন প্রার্থীকে সুপারিশপত্র প্রদান স্থগিত রয়েছে। এদিন ছিল বিজ্ঞানের বিষয়গুলির কাউন্সেলিং। ডাক পাওয়া প্রার্থীদের মধ্যে ১২৫ জন ছিলেন হিন্দি মাধ্যমের, তিনজন ইংরেজি মাধ্যমের, একজন তেলুগু মাধ্যমের এবং ১৫ জন উর্দু মাধ্যমের। সুপারিশপত্রের ভিত্তিতে তাঁরা মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র পাবে স্কুলের মাধ্যমে। তার ভিত্তিতে কাজে যোগ দেবেন শিক্ষকরা। আজ, শুক্রবারও রয়েছে কাউন্সেলিং। তাতে অংশ নেবেন ইতিহাস বিষয়ের হিন্দি, ইংরেজি, নেপালি এবং উর্দু মাধ্যমের প্রার্থীরা। আইনি জটিলতায় নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়াই অনেকের অনুপস্থিতির কারণ বলে মনে করছে কমিশন। এই কারণে ইতিমধ্যে যাঁরা অন্য দপ্তরে সরকারি চাকরি পেয়ে গিয়েছেন, তাঁরা আর কাউন্সেলিংয়ে উপস্থিত হননি। এদিন আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের উদ্যোগে প্রার্থীদের জন্য হেল্প ডেস্ক খোলা হয়েছিল। কাউন্সেলিংয়ের বাকি দিনগুলিতেও এই হেল্প ডেস্ক খোলা থাকার কথা রয়েছে। এদিন মঞ্চের তরফে প্রার্থীদের গোলাপ গিয়ে বরণ করেন অন্যতম নেতা সুশান্ত ঘোষ। দ্রুত কাউন্সেলিং এবং নিয়োগের দাবিতে কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর আলাপ-আলোচনা এবং আন্দোলন চালিয়ে গিয়েছে এই মঞ্চ।
23h 23m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা