রাজ্য

বন্যাদুর্গত বাংলায় আকাল মেটাতে ওড়িশা‑বেঙ্গালুরু থেকে এল পদ্ম

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বিভিন্ন জেলায় বন্যার কারণে এবার বাংলাজুড়ে পুজোয় পদ্মফুলের আকাল। তাই ঘাটতি মেটাতে ওড়িশা ও বেঙ্গালুরু থেকে বিপুল সংখ্যায় পদ্ম এসেছে কলকাতার ফুলবাজারে। ফুল চাষি ও ব্যবসায়ীদের বক্তব্য, এরাজ্যে পদ্মফুলের সাইজ অনেকটাই বড়। কিন্তু অন্য রাজ্য থেকে আনা পদ্ম অনেকটাই ছোট। ফলে তার দামও কিছুটা কম। তবে পুজো একেবারে দোরগড়ায়। তাই বুধবারও প্রতি পিস ছোট পদ্ম খুচরো বাজারে ৩৫‑৪০ টাকায় বিক্রি হয়েছে। 
তবে ফুল ব্যবসায়ীদের বক্তব্য, গত একসপ্তাহ ধরে পদ্মফুলের দাম ওঠানামা করছে। তাই এখনই বলা যাচ্ছে না পুজোর ক’টা দিন পদ্মের দাম ঠিক কোথায় গিয়ে পৌঁছবে? সারা বাংলা ফুল চাষি ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক মঙ্গলবার  জানান, ‘এরাজ্যে বেশি পরিমাণ পদ্মের চাষ হয়ে থাকে দুই মেদিনীপুর, বীরভূম, বর্ধমান ও হাওড়ায়। এছাড়া দুই মেদিনীপুর ও হাওড়ায় বেশ কয়েক কিলোমিটার জুড়ে পরিত্যক্ত খালেও পদ্মচাষ হয়ে থাকে। কিন্তু বন্যার কারণে ওই সমস্ত জলাশয় ডুবে যাওয়ায় পদ্মফুল চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ফুল বাজারে বেশ কিছুদিন ধরেই চলছিল পদ্মের আকাল।’ 
কলকাতার জগন্নাথঘাট ফুল বাজারের দুই ফুল ব্যবসায়ী সজল কাপাস ও তরুণ দাস বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে শেষপর্যন্ত আমাদের নির্ভর করতে হয় ওড়িশা ও বেঙ্গালুরুর পদ্মের উপর।’ দুই ফুল চাষি কাজল সাহা ও সনাতন প্রামাণিক বলেন,‘এরাজ্যে যেটুকু পদ্মফুলের জোগান মিলেছে, তাতে পুজোয় সামাল দেওয়া সম্ভব নয়। তাই ভিন রাজ্যের পদ্মফুলই শেষমেশ আমাদের সমস্যা মিটিয়েছে।’ তবে তাঁদের বক্তব্য, ‘বন্যা পরিস্থিতি স্বাভাবিক না-হলে লক্ষ্মীপুজো পর্যন্ত পদ্মের দাম চড়া থাকবে।’
9h 9m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাপড়ের ব্যবসায় অগ্রগতি। পেশাদার শিল্পীদের পক্ষে দিনটি শুভ। উচ্চ/উচ্চতর শিক্ষায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৯৯ টাকা৮৪.৭৩ টাকা
পাউন্ড১১০.৩৮ টাকা১১০.৩৮ টাকা
ইউরো৯১.৮১ টাকা৯৫.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     October,   2024
দিন পঞ্জিকা