রাজ্য

ক্লাসিকাল ভাষা বাংলা, মমতার দীর্ঘদিনের দাবি মানল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড়, ওড়িয়া এবং সংস্কৃত ভাষার স্বীকৃতি প্রাপ্তি হয়েছিল আগেই। এবার ক্লাসিকাল ভাষার মর্যাদা পেল বাংলাও। মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবিতে সরব ছিলেন বহুদিন ধরেই। বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব পাশের পর কেন্দ্রকে তা পাঠানো হয়েছিল। এমনকী চিঠিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে সেই প্রস্তাব মেনে কেন্দ্রীয় সরকার বাংলাকেও ক্লাসিক ভাষা হিসেবে সিলমোহর দিল। কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। বাঙালির দীর্ঘদিনের দাবি কেন্দ্র মেনে নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এদিন বাংলার সঙ্গে পালি, প্রাকৃত, অসমিয়া এবং মারাঠাও পেল ক্লাসিক ভাষার স্বীকৃতি। একটি ভাষার লিপি তথা পুঁথির প্রাচীনত্বের নমুনা যদি ১৫০০ বছরের বেশি হয়, তাহলে তাকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয়। সেই মানদণ্ডেই বেছে নেওয়া হল বাংলাকে। অর্থাৎ এখন বাংলাও ভারতীয় সভ্যতায় প্রাচীনতম ক্লাসিক ভাষার তালিকায় অন্তর্ভুক্ত হল। এই ঘটনায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কেন্দ্র বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। এতে আমরা খুবই খুশি। এই মর্যাদা আদায়ের জন্য আমরা দীর্ঘ চেষ্টা চালিয়ে ছিলাম। আমাদের দাবির সপক্ষে আমরা তিন ভলিউম গবেষণাপত্র জমা দিয়েছিলাম। শেষপর্যন্ত কেন্দ্র সরকার আমাদের সেই দাবিকে স্বীকৃতি দিয়েছে।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা