বিদেশ

পাল্টা পরমাণু হামলা? তৈরি ইরান

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গত মার্চেই সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইজরায়েল। এপ্রিল মাসে প্রত্যুত্তর দেয় ইরান। একটানা মিসাইল ছোড়া হয় ইজরায়েলকে লক্ষ্য করে। মধ্য এপ্রিলের সেই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন ট্রু প্রমিস’। এবার অবশ্য প্রথমে হামাসের নেতা ইসমাইল হানিয়াকে টার্গেট করে ইজরায়েল। ইরানের অতিথি হিসেবে তিনি গিয়েছিলেন তেহরানে। সেখানকার গেস্টহাউসেই বোমা বিস্ফোরণে হত্যা করা হয় তাঁকে। আর তারপরই তেহরানের আর এক সহযোগী হিজবুল্লা সুপ্রিমো হাসান নাসারাল্লাকে ‘নিকেশ’। জবাবে সোমবার থেকে সারারাত ধরে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েলে, যার নাম ‘অপারেশন ট্রু প্রমিস-২’। প্রত্যাশিতভাবে তেল আভিভ হুমকি দিয়েছে প্রত্যাঘাতের। আর তাতেই পশ্চিমী দুনিয়ার কপালে দুশ্চিন্তার ভাঁজ। বাড়ছে আতঙ্কও। কারণ, ইরানের কাছে রয়েছে পরমাণু বোমা। তেহরানের আচমকা এই অতি আগ্রাসন পরমাণু যুদ্ধের প্রস্তুতি নয়তো?
মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) জানতে পেরেছে, ইরানের দু’টি পরিকাঠামো ইজরায়েলের পরবর্তী টার্গেট—ইরান মিলিটারি হেডকোয়ার্টার এবং নিউক্লিয়ার ফেসিলিটি সেন্টার। আর যদি সেই হামলার বিন্দুমাত্র সূত্রপাত হয়, জবাবে ইরান কিন্তু পরমাণু অস্ত্র পর্যন্ত প্রয়োগ করতে পারে! রিপোর্ট পেয়েই ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে ফোন করেন আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। অনুরোধ করেন এখনই কঠোর সিদ্ধান্ত যেন না নেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, ‘ইরানের পরমাণু কেন্দ্র টার্গেট করলে আমরা সমর্থন করব না।’ জি সেভেন গোষ্ঠীর রাষ্ট্রনায়কদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তারপর ইতালি, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সক঩লে একে একে সংযত সিদ্ধান্ত নেওয়ার বার্তা দিয়েছেন নেতানিয়াহুকে। ইরানের তেল ভাণ্ডারই ইজরায়েলের সম্ভাব্য টার্গেট কি না, তা নিয়ে এদিন সাংবাদিকদের প্রশ্নের মুখেও পড়তে হয় বাইডেনকে। জবাবে তিনি বলেন, ‘এব্যাপারে ইজরায়েলকে পরামর্শ দিচ্ছি। তবে আজই এরকম কিছু হবে না।’
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য বুধবারই বিবৃতি দিয়ে বলেছেন, ‘ইরান বিরাট ভুল করল। এই ভুলের খেসারত দিতে হবে।’ এরপরই বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পসের পক্ষ থেকে দেওয়া হয়েছে পাল্টা হুঁশিয়ারি, ‘বিবি (নেতানিয়াহুর ডাক নাম) যেন প্যালেস্তাইন, লেবানন বা ইয়েমেনের সঙ্গে ইরানকে গুলিয়ে না ফেলেন। লেবাননে ঢুকতে গিয়ে গত ১২ ঘণ্টায় ৩৫ জন সেনার বলি দিয়েছে ইজরায়েল। এখন পালাচ্ছে। ইরানকে শিক্ষা দেওয়ার চেষ্টা হলে, অপারেশন ট্রু প্রমিস-৩ কোন রূপে আসবে, সেটা কল্পনাও করতে পারছে না। তেল আভিভের তিনটি মিলিটারি বেস আমাদের টার্গেট হয়েই আছে।’ ইরানের সুপ্রিম ন্যাশনাল সুপ্রিম কাউন্সিলের সেক্রেটারি আলি আকবর আহমাদিয়া বলেছেন, ‘বি রেডি বিবি!’
এসবের মধ্যেই হঠাৎ লেবাননের বিধ্বস্ত অঞ্চলে নানাবিধ সহায়তা পাঠাতে শুরু করেছে রাশিয়া। বেইরুটে নেমেছে রুশ এয়ারফোর্সের ১০টি কার্গো বিমান। শুধুই মানবিক সহায়তা? নাকি নেপথ্যে কোনও গোপন প্লট? বিশ্বাস করতে পারছে না আমেরিকা। এমনিতেই ইউক্রেনে ব্যাকফুটে মার্কিন প্রশাসন। অস্ত্র সাহায্য করেও লাভ হয়নি। আদতে রাশিয়ার সামনে সার্বিক পরাজয়ের প্রায় সম্মুখীন ইউক্রেন। একের পর এক শহরের পতন হয়েছে। অতএব অ্যাডভান্টেজ পুতিন! এসব থেকে বহুদূরে ভারত পরিস্থিতি নিয়ে তীব্র শঙ্কায়। তাই দুই পক্ষকেই আবেদন জানিয়েছে নয়াদিল্লি, এমন কিছু করবেন না যা পয়েন্ট অব নো রিটার্ন! অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ!
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা