বিদেশ

থাইল্যান্ডে স্কুল বাসে আগুন, মৃত্যু ২৫ জনের

ব্যাংকক, ১ অক্টোবর: থাইল্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা। শিশুদের একটি স্কুল বাসে আচমকাই আগুন। মৃত্যু হল ২৫ জনের। জখম আরও ১৬ জন। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। পুলিস সূত্রে খবর, আজ সোমবার থাইল্যান্ডের ওয়াট খাও ফ্রায়া স্কুলের পড়ুয়াদের নিয়ে ব্যাংককে ভ্রমণ করতে গিয়েছিলেন শিক্ষকরা। ব্যাংককে ঢোকার ঠিক আগেই ওই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রথমে বাস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই বাসটিতে দাউ দাউ করে আগুন লেগে যায়। সেই সময়ে বাসে ছিলেন মোট ৪৪ জন। দুর্ঘটনার পর অকুস্থলেই মৃত্যু হয় ২৫ জনের। বাকিরা জখম হন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার পর সে দেশের পরিবহনমন্ত্রী সুরিয়া জাংরুং গ্রেংকিট জানিয়েছেন, নিহতের সংখ্যা স্পষ্ট নয়। তবে জানা গিয়েছে, ২৫ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে মোট ৪৪ জন যাত্রীর মধ্যে ৩৮ জন পড়ুয়া এবং ৬ জন শিক্ষক ছিলেন। যার মধ্যে এখনও পর্যন্ত ১৬ জন পড়ুয়া এবং ৩ জন শিক্ষককে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তের পর অনুমান, চলন্ত অবস্থায় বাসটির টায়ার কোনও ভাবে ফেটে যায়। তার ফলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে সড়ক সংলগ্ন একটি ডিভাইডারে গিয়ে সজোরে ধাক্কা মারে। এরপরই বাসটিতে কোনওভাবে আগুন লেগে যায়। ইতিমধ্যেই থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ জানিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিজনদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, জখমদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার সরকারই বহন করবে। এছাড়া নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা