দেশ

সংরক্ষণ ইস্যুতে বিধানসভার চারতলা থেকে ঝাঁপ ডেপুটি স্পিকারের

মুম্বই, ৪ অক্টোবর: চরম নাটকের সাক্ষী থাকল মহারাষ্ট্র বিধানসভা। ভবনের চারতলা থেকে ঝাঁপ দিলেন মহারাষ্ট্রের এনসিপি বিধায়ক তথা ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল। তাঁর পাশাপাশি ঝাঁপ দেন কয়েকজন বিধায়কও। তবে নিচে জাল (সেফটি নেট) থাকায়, তারা সেখানে আটকে যান। পরে পুলিস এসে তাঁদের উদ্ধার করেন। সূত্রের খবর, ঝাঁপ দেওয়া ওই বিধায়করা হলেন-হেমন্ত সাভরা, কিরণ লাহামাটে, হিরমন খোসকার এবং রাজেশ পাতিল। পুলিস তাঁদের উদ্ধার করার পর তাঁরা মন্ত্রালয়ের বাইরে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রতিবাদের অঙ্গ হিসাবেই তাঁরা ঝাঁপ দিয়েছেন।  আজ, শুক্রবার সংরক্ষণ নিয়ে আলোচনা হচ্ছিল মহারাষ্ট্র বিধানসভায়। প্রভিশনস অফ পঞ্চায়েতের আওতায় থাকা উপজাতি নিয়োগ স্থগিত করে দেওয়া এবং ধাঙড় জনগোষ্ঠীকে ‘এসটি’ স্বীকৃতি না দেওয়ার বিরোধিতা করেই বিক্ষোভ চালাচ্ছিলেন অজিত পাওয়ারের দলের বিধায়করা। এরপর স্লোগান দিতে দিতে হঠাৎই তাঁরা সচিবালয়ের চারতলা থেকে ঝাঁপ দেন। মূলত পশ্চিম মহারাষ্ট্র অঞ্চলে ধাঙড় গোষ্ঠীর বসবাস। বিগত বেশ বছর ধরেই তাঁরা সরকারের কাছে তফসিলি জনজাতির তকমা চেয়ে আন্দোলন করছেন। এমনকী পঞ্চায়েত আইন ১৯৯৬ সালের সরকারি চাকরিতে আদিবাসী নিয়োগের দাবিতেও আন্দোলনে শামিল হয়েছিলেন মহারাষ্ট্রের বিধায়করা। তাঁদের অভিযোগ ছিল ২০২৩ সালের পর থেকে ১৭টি ক্যাটাগরিতে আদিবাসীদের নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। তাতে সাধারণ প্রার্থীরা যোগ দিলেও আদিবাসী প্রার্থীদের নিয়োগ করা হয়নি। এরপর এদিনের এই ঘটনা ঘটনায় স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। সূত্রের খবর, আজই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ওই বিধায়কদের ফোন করবেন। পাশাপাশি তাঁদের সঙ্গে কথা বলে সমস্যাটি মেটানোর চেষ্টাও করবেন।
23h 23m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা