দেশ

‘গোমাংস খেতেন সাভারকর’ কর্ণাটকে মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

বেঙ্গালুরু:  দামোদর বিনায়ক সাভারকর গোমাংস খেতেন। গোহত্যারও বিরোধী ছিলেন না। কর্ণাটকের মন্ত্রী দীনেশ গুন্ডু রাওয়ের এই মন্তব্যে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। বুধবার একটি অনুষ্ঠানে সাভারকরের মতবাদের কড়া ভাষায় নিন্দা করেন দীনেশ। কংগ্রেসের এই নেতা বলেন, মৌলবাদের দিকেই ঝোঁক ছিল সাভারকরের। তিনি এ প্রসঙ্গে মহাত্মা গান্ধীর কথা তুলে ধরেন। দীনেশ বলেন, গান্ধীজির ভাবধারা ছিল গভীরভাবে গণতান্ত্রিক। তাঁর কাজকর্মে ছিল সহিষ্ণুতা। তিনি সবাইকে নিয়ে চলতেন। সাভারকর চিতপাবন ব্রাহ্মণ হলেও আমিষাশী ছিলেন। সেদিক থেকে তিনি খুব আধুনিক ছিলেন। অন্যদিকে, গান্ধীজি ছিলেন নিরামিষাশী। হিন্দুধর্মে তাঁর গভীর বিশ্বাস ছিল। কিন্তু তাঁর কাজের দর্শন ছিল আলাদা। তিনি ছিলেন গণতান্ত্রিক মনোভাবাপন্ন। একইসঙ্গে তিনি বলেন, মহম্মদ আলি জিন্নাও ছিলেন কট্টরপন্থী। তিনি মদ্যপান করতেন, এমনকী শুয়োরের মাংসও খেতেন। কিন্তু দ্বিজাতি তত্ত্ব ও তা নিয়ে রাজনীতির জেরে জিন্না মুসলিম আইকন হয়ে ওঠেন। কিন্তু তিনি সাভারকরের মতো মৌলবাদী ছিলেন না। বিজেপি দীনেশের মন্তব্যের কড়া সমালোচনা করেছে। তারা বলেছে, কংগ্রেসের কোনও নেতা আন্দামানে ব্রিটিশদের কারাগারে বন্দি ছিলেন না। অথচ সাভারকরকে সেখানে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। বিজেপি জাতীয় সম্পাদক তরুণ চুঘ বলেছেন, সাভারকর দেশের স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণা ছিলেন। এখন কংগ্রেস নেতারা তাঁকে অপমান করছেন। দেশের স্বাধীনতা সংগ্রামী ও সেনাদের অপমান করা কংগ্রেসের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। বিতর্কের প্রেক্ষাপটে বৃহস্পতিবার নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন দীনেশ। তিনি বলেছেন, গান্ধীজির হত্যাকারীকে নিয়ে আলোচনার সময় ওই মন্তব্য করেছিলেন। গান্ধীজি ও সাভারকরের পার্থক্য নিয়ে এটা একটা পর্যবেক্ষণ ছিল মাত্র।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা