বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কেন্দ্রের ভাঁড়ারে ৩২ হাজার কোটি টাকা, প্রাপ্য পাচ্ছে না রাজ্যগুলি, তুলকালাম পিএসির বৈঠকে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ৩২ হাজার কোটি টাকারও বেশি কেন্দ্রীয় ভাঁড়ারে পড়ে রয়েছে। অথচ রাজ্যগুলিকে তার প্রাপ্য অংশ দেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্নে শুক্রবার সংসদীয় কমিটির বৈঠক উত্তাল হল। এমনকী ঘটা করে জিএসটি চালু হলেও তার উদ্দেশ্য সফল হয়নি বলে উঠল অভিযোগ। অডিট সংস্থা ক্যাগ বারবার অর্থমন্ত্রকের কাছে তথ্য চেয়েও কেন পাচ্ছে না? তা নিয়েও সমালোচনার মুখে পড়তে হল কেন্দ্রীয় সরকারকে। বিশেষ সূত্রে খবর, কংগ্রেস এমপি কে সি বেণুগোপালের সভাপতিত্বে সংসদের ‘পাবলিক অ্যাকাউন্টস কমিটি’ (পিএসি)র বৈঠকে বিরোধীরা তো বটেই, বিজেপির এমপিরাও চেপে ধরলেন কেন্দ্রীয় রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা সহ অর্থমন্ত্রকের আধিকারিকদের। এদিনের বৈঠকে ইস্যু ছিল, ‘পরোক্ষ কর-জিএসটি।’ ক্যাগের দেওয়া ২০২৪ সালের একটি রিপোর্টই ছিল বিরোধীদের অস্ত্র। তৃণমূলের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সৌগত রায় এবং সুখেন্দুশেখর রায়। তাঁদের প্রশ্ন, রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দিতে কেন দেরি হচ্ছে? কর আদায়ই বা এত কম কেন? আইজিএসটি অর্থাৎ এক রাজ্য ঩থেকে অন্য রাজ্যে ব্যবসার কর আদায়ে জমা অর্থ নিয়েও তাঁরা চেপে ধরেন।  ক্যাগ রিপোর্টেই প্রকাশ, ২০১৮-১৯ থেকে ২০২১-২২, এই চার অর্থবর্ষে আইজিএসটি বাবদ কেন্দ্রের কাছে জমা হয়েছে ৩২ হাজার ৪৩৯ কোটি টাকা। সেই অর্থ কেন্দ্রের কনসলিডেটেড ফান্ডে পড়ে আছে। সেই টাকার প্রাপ্য অংশ কেন রাজ্যকে দেওয়া হচ্ছে না? কেন বঞ্চনার শিকার হচ্ছে রাজ্যগুলি? কেন্দ্র-রাজ্য কে কত পাবে, সেই ভাগাভাগি পর্যন্ত কেন হয়নি? রাজস্বসচিবকে চেপে ধরেন তৃণমূল এমপি সুখেন্দুশেখর রায়। সূত্রে খবর, কোনও উপযুক্ত জবাব সচিব দিতে পারেননি। 
অন্যদিকে, বিজেপির এমপি তথা প্রাক্তন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জিএসটি রূপায়ণের সমালোচনা করেন। বলেন, জিএসটি চালু হলে কেন্দ্র এবং রাজ্য, উভয়েরই রাজস্ব বাড়বে বলেই আশা করা হয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। তবে কি কোথাও জিএসটি আদায়ে ফাঁক থেকে যাচ্ছে? জিএসটি আদায়ের ক্ষেত্রেও সরকারি ব্যবস্থায় কমজোরি রয়েছে বলেও অভিযোগ করেন আর এক বিজেপি এমপি নিশিকান্ত দুবে। বিজেপির অন্য এক এমপি অপরাজিতা সারেঙ্গি অডিট রিপোর্টের প্যারা ধরে ধরে সরকার যে জবাব দেয়নি, তা উল্লেখ করেন। সূত্রে খবর, সমালোচনার মুখে পড়ে কেন্দ্রীয় রাজস্ব সচিব জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ ব্যাপারে লিখিত জবাব দেব। আর কম কর আদায়ের যে অভিযোগ উঠছে, তার কারণ হল, লোকবল কম। তবে এখন ধীরে ধীরে নিয়োগ হচ্ছে। যদিও অর্থমন্ত্রকের আমলাদের সাফাইয়ে সন্তুষ্ট নয় পিএসি। 
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির  সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৭.৫০ টাকা১১১.২৬ টাকা
ইউরো৮৯.৩০ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা