দেশ

পশ্চিম এশিয়ায় সঙ্কট: নেহরুর নির্জোট পথেই থাকতে চান মোদি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আমেরিকা চাইছে ভারত ইজরায়েলের পক্ষ নিক। আমেরিকার ন্যাটো বন্ধুরাও চাইছে ভারত থাকুক তাদের অক্ষে। কিন্তু ভারত পশ্চিম এশিয়ায় মহাযুদ্ধ পরিস্থিতিতে কোনও বিশেষ পক্ষ নিতে নারাজ। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এই বৈঠকে দুটি বিষয়ে জোর দেওয়া হয়েছে। প্রথমত জানা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম চড়া হতে শুরু করবে। সুতরাং দাম বাড়বে দেশীয় বাজারে। পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি হতে চলেছে। সেটা কীভাবে মোকাবিলা করা সম্ভব? দ্বিতীয়ত মহাযুদ্ধে ভারতের ভূমিকা কী হবে? সর্বাগ্রে প্রধানমন্ত্রী জানতে চান  পশ্চিম এশিয়ার দেশগুলিতে থাকা ভারতীয় নাগরিকদের কী হবে? তাদের ফিরিয়ে আনতে হলে কত দ্রুত সেটা সম্ভব হবে? 
রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের নীতিই নেওয়া হবে ইরান বনাম ইজরায়েলের ক্ষেত্রেও। যা আদতে জওহরলাল নেহরুর প্রদর্শিত নির্জোট পথ। কোনও  শিবিরের অংশ না হওয়া। ভারত নিজেই একটি শিবির হবে, এই ছিল নেহরুর স্বপ্ন। ক্ষমতাসীন হয়ে নেহরুর জোট নিরপেক্ষ নীতিকে কার্যত ঠান্ডাঘরেই পাঠিয়েছেন নরেন্দ্র মোদি। নি‌র্জোট দেশগুলির সম্মেলনে তিনি যান না। আহ্বানও করেন না। কিন্তু বিলম্বে হলেও তাঁর বোধোদয় হয়েছে যে, নেহরুর জোট নিরপেক্ষ নীতি ভারতের জন্য সম্মানের। আর ইন্দিরা গান্ধীর রাশিয়া প্রীতিও মোদি আত্মস্থ করেছেন। তাই তিনি আমেরিকার চাপেও রাশিয়া অথবা ইরানের সঙ্গে সম্পর্কে ফাটল আনতে দেননি। পশ্চিম এশিয়ায় স্পষ্টই মহাযুদ্ধের আভাস। শুক্রবার সরাসরি ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লা আলি খামেইনি প্রকাশ্যে এসে ঘোষণা করেছেন, ইরান এটাকে ধর্মযুদ্ধ হিসেবেই দেখছে। সব মুসলিমকে একজোট হতে হবে ‌ইহুদিদের এই ইসলাম বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে। ইজরায়েল আপাতত লেবাননে হামলা অব্যাহত রেখে সুযোগের অপেক্ষায় থাকার সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে, অবিকল, গাজায় হামলার ফর্মুলা লেবাননে ব্যবহার করা হচ্ছে। তিনদিন ধরে দক্ষিণ লেবাননের তিনটি হাসপাতালের সুপার, ডিন এবং ডিরেক্টরদের ভুয়ো কল করে ইজরায়েল এজেন্টরা ভয় দেখিয়ে বলছে, হাসপাতাল বন্ধ করে পালিয়ে যেতে। তাদের পরবর্তী টার্গেট এই হাসপাতালগুলিই। এর কারণ, মানুষ যদি জানতে পারে যে তাদের শহরে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নেই, তাহলে তারা পালাবে। আর এভাবেই একের পর এক লেবানন শহর দখল করবে ইজরায়েল। 
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা