বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

জামশেদপুর এফসি’র বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ইস্ট বেঙ্গল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোচ বদলের পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় দল। ভারতীয় ফুটবলে এমন উদাহরণ প্রচুর। বিনো জর্জের হাত ধরে ইস্পাতনগরীতেও কী একই দৃশ্য দেখা যাবে? আশায় বুক বাঁধছে ইস্ট বেঙ্গল। শনিবার বিকেলে অ্যাওয়ে ম্যাচে তালালদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ঘরের মাঠে বিনো ব্রিগেডকে গুঁড়িয়ে দিতে তৈরি খলিদ জামিল। অন্যদিকে, চলতি আইএসএলে পয়েন্টের খাতা খোলাই ইস্ট বেঙ্গলের লক্ষ্য। 
হারের হ্যাটট্রিকের পর পদত্যাগ করেছেন কার্লেস কুয়াদ্রাত। অন্তর্বতী কোচের দায়িত্বে বিনো জর্জ। দল গোছানোর তেমন সময় পাননি কেরালাইট কোচ। হতাশায় কাঁধ ঝুলে পড়া ক্লেটনদের মানসিকভাবে উদ্বুদ্ধ করা তাঁর প্রাথমিক লক্ষ্য। শুক্রবার বিকেলে জামশেদপুরে স্থানীয় মাঠে প্রস্তুতিতে ফিনিশিং টাচ দিলেন বিনো। কোর টিমে বড় রদবদল চান না। বরং ডিফেন্সিভ থার্ড জমাট রাখতে বদ্ধপরিকর তিনি। জামশেদপুরের বিরুদ্ধে উইং-ব্যাকে জোড়া বদল আনছেন লাল-হলুদ কোচ। লালচুংনুঙ্গা, আনোয়ার, ইউস্তের সঙ্গী হবেন প্রভাত লাকরা। মাঝমাঠে ডিফেন্সিভ ব্লকার শৌভিক। অসুস্থটা কাটিয়ে দলে ফিরবেন সাউল ক্রেসপো। সিঙ্গল স্ট্রাইকার ক্লেটনের সঙ্গী উইথড্রন ফরোয়ার্ড তালাল। গত মরশুমে পাঞ্জাব এফসিতে ‘ফ্রি’ ফুটবলারের ভূমিকায় অনেক বেশি কার্যকরী ছিলেন তিনি। তাই তাঁকে পুরনো ভূমিকায় খেলানোর ভাবনা টিম ম্যানেজমেন্টের। তবে দুই উইং-হাফ নন্দকুমার ও মহেশ সিংয়ের অফ ফর্ম ভাবাচ্ছে থিঙ্কট্যাঙ্ককে। বিষ মাখানো ক্রস উধাও। এমনকী, ট্র্যাক ব্যাক করে রক্ষণকে সাহায্য করতেও পারছেন না। বিষ্ণু, আমনরা প্রতিভাবান হলেও অভিজ্ঞতার অভাব রয়েছে। নির্দিষ্ট স্পেলে ওঁদের ব্যবহারের ভাবনা থিঙ্কট্যাঙ্কের। 
ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ জামশেদপুর এফসি। গতবার এখানে লিড নিয়েও ম্যাচ হারে ইস্ট বেঙ্গল। খালিদ জামিলের দলে সিভেরিও, জাভি, ইমরান, স্টিফেন এজের মতো ফুটবলার রয়েছেন। মাঝমাঠে ব্যান্ডমাস্টার স্প্যানিশ ফুটবলার জাভি। তাঁকে মার্ক করা শৌভিক বা জিকসনের চ্যালেঞ্জ। পাশাপাশি এরিয়াল বলে খুবই দক্ষ  তোরো, জর্ডন মারে। কর্নারের সময়ে নিঃশব্দে উঠে আসেন দীর্ঘকায় স্টিফেন এজে। এক্ষেত্রে আনোয়ার বা হেক্টর বাড়তি সতর্ক না হলে সমস্যা বাড়বে। 
ম্যাচ শুরু বিকেল পাঁচটায়। সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা