দেশ

এবার লাড্ডু বিতর্কের তদন্তে সিবিআইয়ের তত্ত্বাবধানে সিট, নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি ও অমরাবতী: তিরুপতি মন্দিরের লাড্ডু বিতর্ক নিয়ে আগেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। এবার চন্দ্রবাবুর তৈরি করা বিশেষ তদন্তকারী দল (সিট)-কেও খারিজ করে দিল শীর্ষ আদালত। তার বদলে শুক্রবার পাঁচ সদস্যের নতুন ‘স্বাধীন’ সিট গঠন করে দিয়েছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। সিবিআইয়ের ডিরেক্টরের তত্ত্বাবধানে এই সিট তদন্ত চালাবে। একইসঙ্গে দুই বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, তাঁরা আদালতকে ‘রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ’ হতে দেবেন না। পুরো বিষয়টির সঙ্গে কোটি কোটি মানুষের ভাবাবেগ জড়িয়ে রয়েছে। বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথন যে সিট গঠন করে দিয়েছেন, তাতে সিবিআই ও অন্ধ্রপ্রদেশ পুলিসের দুই আধিকারিক ও ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়ার এক আধিকারিক রয়েছেন। 
অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস ক্ষমতায় থাকার সময় তিরুপতি মন্দিরের লাড্ডুর ঘিয়ে পশুর চর্বি মেশানো হয়েছে—চন্দ্রবাবুর এই অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল সারা দেশ। শুরু হয় রাজনৈতিক তর্জাও। সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা দায়ের হয়। শুনানির চলার সময় ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, লাড্ডুর ঘিয়ে পশুর চর্বি মেশানো নিয়ে যথেষ্ট প্রমাণ না থাকা সত্ত্বেও কেন চন্দ্রবাবু সংবাদমাধ্যমে মুখ খুললেন? সাংবিধানিক পদে থেকে এরকম মন্তব্য করা যায় না বলেও মন্তব্য করেন বিচারপতিরা। ভগবানকে রাজনীতি থেকে দূরে রাখার থাকার কথাও বলেছিলেন তাঁরা। তবে এদিন বিচারপতিরা জানিয়েছেন, তাঁদের রায়ের সঙ্গে রাজ্যের তৈরি সিটের সদস্যের বিশ্বাসযোগ্যতার কোনও সম্পর্ক নেই।
অন্যদিকে, শীর্ষ আদালতের নির্দেশের পর চন্দ্রবাবুর ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডি। সুপ্রিম কোর্টের নির্দেশ চন্দ্রবাবুর আসল চরিত্র স্পষ্ট করেছে বলে দাবি জগন্মোহনের দলের। সমাজ মাধ্যমে জগন লিখেছেন, ‘যদি নাইডুর ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে তাঁর মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। একইসঙ্গে তিরুমালা বেঙ্কটেশ্বর স্বামীর কাছেও নাইডুর প্রার্থনা করা উচিত যে তিনি ভুল করেছেন।’ নাইডুর দল টিডিপির নেতারাও ভুল তথ্য পরিবেশন করেছেন বলে দাবি জগন্মোহনের।
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা