দেশ

মেয়ে মধুচক্রে ধরা পড়েছে, ভুয়ো ফোন শুনেই মৃত্যু প্রবীণ শিক্ষিকার

আগ্রা: ‘আপনার মেয়ে মধুচক্রে ধরা পড়েছে। মামলা ধামাচাপা দিতে ১ লক্ষ টাকা লাগবে।’ — পুলিস পরিচয়ে ঠিক এমনই ফোন কল এসেছিল ৫৮ বছরের স্কুলশিক্ষিকা মালতী ভার্মার মোবাইলে। খবরটা শুনে নিজেকে ঠিক রাখতে পারেননি ওই শিক্ষিকা। ঘণ্টা খানেকের ব্যবধান। বাড়ি ফেরার ১৫ মিনিটের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই প্রৌঢ়া। যে মেয়েকে নিয়ে সেই কল এসেছিল, তাঁর সঙ্গে দেখা হওয়ার আগেই। উত্তরপ্রদেশের আগ্রায় এহেন মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিস জানিয়েছে, ওই ফোন কলটিই ছিল ভুয়ো। আসলে একটি প্রতারণার ফাঁদ। আর তারই বলি হলেন নিরীহ এক স্কুলশিক্ষিকা। জানা যাচ্ছে, আগ্রার সরকারি স্কুলের শিক্ষিকা মালতীর কাছে সোমবার দুপুরে ওই ফোনকল আসে। ওপার থেকে নিজেকে পুলিস পরিচয় দিয়ে এক পুরুষকণ্ঠ তাঁকে জানায় যে, মেয়ে মধুচক্রে ধরা পড়েছে। তবে যাতে মামলা দায়ের না হয়, সে জন্য ১ লক্ষ টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠাতে হবে। ফোন পেয়েই তিনি ছেলে দীপাংশুকে জানান। দীপাংশু তড়িঘড়ি তাঁর বোনকে ফোন করেন। জানা যায়, তিনি কলেজেই রয়েছেন এবং সুরক্ষিত। সেকথা মা’কে জানানোর পরও মালতী সুস্থ হতে পারেননি। দীপাংশু পুলিসকে জানিয়েছেন, ‘ফোন কলটি এসেছিল +৯২ নম্বর থেকে। সেটা দেখেই স্পষ্ট হয়ে যায় যে, এটা প্রতারণর ফাঁদ। মা’কে জানাই যে, এটি ভুয়ো কল। 
এমনকী তাঁর বোনও সুরক্ষিতই রয়েছে। কিন্তু মায়ের শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি হতে থাকে। স্কুল থেকে বাড়ি ফিরেই তাঁর বুকে যন্ত্রণা শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।’
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উকিল ও ডাক্তারদের কর্মব্যস্ততা বাড়বে। পত্নী/পতির স্বাস্থ্য আকস্মিক ভোগাতে পারে। মানসিক অস্থিরভাব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা