খেলা

কিউয়িদের কাছে হার মান্ধানাদের

দুবাই: মহিলাদের টি-২০ বিশ্বকাপে শুরুতেই জোর ধাক্কা খেল ভারত। শুক্রবার গ্রুপ এ’র ম্যাচে হরমনপ্রীত কাউরদের ৫৮ রানে হারাল নিউজিল্যান্ড। ১৬১ রানের টার্গেট তাড়া করে ভারত থামল ১০২ রানে। এই পরাজয়ের ফলে রীতিমতো চাপে পড়ে গেল টিম ইন্ডিয়া। রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নামবেন স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মারা। 
এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ১৬১ রানের টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ড। জবাবে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় টিম ইন্ডিয়া। ওপেনার শেফালি ভার্মা ফেরেন মাত্র ২ রানে। বোলারকে ফিরতি ক্যাচ দেন তিনি। অপর ওপেনার স্মৃতি মান্ধানাও (১২) প্রত্যাশাপূরণে ব্যর্থ। ছক্কা মারতে গিয়ে ক্যাচ তোলেন তিনি। পাঁচ ওভারের মধ্যে ২৮ রানে শেফালি, স্মৃতিকে হারিয়ে বেশ চাপে পড়ে যায় ভারত। তার উপর ক্যাপ্টেন হরমনপ্রীত কাউরও পাওয়ার প্লে’র মধ্যে মাঠ ছাড়েন। তিন নম্বরে নামা হরমনপ্রীতকে (১৫) এলবিডব্লু করেন রোজমেরি মেয়ার। জেমাইমা রডরিডেজ (১৩), রিচা (১২),অরুন্ধতী রেড্ডি (১), দীপ্তি শর্মা (১৩), পূজা বস্ত্রকার (৮) ফেরেন পরপর। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১০২ রানে ইতি পড়ল ভারতের ইনিংস। নিউজিল্যান্ডের সফলতম বোলার রোসেমারি (৪-১৯)।
টস জিতে ব্যাট করতে নেমে কিউয়িরা শুরু করেছিল ঝোড়ো গতিতে। ৭.৪ ওভারে ৬৭ রান তুলে ফেলেন সুজি বেটস  এবং জিওর্জিও প্লিমার। এই সময় লোপ্পা ক্যাচ ফেলেন কিপার রিচা। কিন্তু লেগস্পিনার আশা শোভনা ও মিডিয়াম পেসার অরুন্ধতী রেড্ডি আক্রমণে এসে রানের গতি আটকান। দুই ওপেনারকে তাঁরাই ফেরান। সুজি করেন ২৭। প্লিমারের সংগ্রহ ৩৪। তাঁরা ফেরার পর দলকে টানেন ক্যাপ্টেন সোফি ডিভাইন। মাত্র ৩৬ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। উল্টোদিকে অ্যামেলিয়া কের (১৩), ব্রুক হাল্লিডে (১৬) দ্রুত ফিরলেও ডিভাইন ছিলেন অনড়। তিনিই দেড়শোর ওপারে পৌঁছে দেন স্কোর। ভারতীয় বোলারদের মধ্যে সফলতম রেণুকা সিং। তিনি চার ওভারে ২৭ রান দিয়ে নেন দুই উইকেট। অরুন্ধতী (১-২২), শোভনাও (১-২৮) নজর কাড়েন।
এদিকে, দিনের প্রথম ম্যাচে গ্রুপ বি’তে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা।
2h 2m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা