বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বন্যার ভয়াবহতা কাটিয়ে পুজোর আমেজ ফিরল উদয়নারায়ণপুরে

সংবাদদাতা, উলুবেড়িয়া: সাম্প্রতিক বন্যায় হাওড়া জেলার আমতার পাশাপাশি উদয়নারায়ণপুরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকী পুজোর আগে এই বিধ্বংসী বন্যার কারণে পুজো করা নিয়ে সংশয় দেখা দিয়েছিল বিভিন্ন পুজো কমিটির সদস্যদের মনে। বন্যার জল নেমে যাওয়ায় তাঁদের সেই চিন্তা দূর হয়েছে ঠিকই, তবে অনেক পুজো কমিটি এবার তাদের বাজেট কাটছাঁট করেছে। 
উদয়নারায়ণপুরের কুরুচি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার অষ্টাদশ বর্ষে পা দিয়েছে। বেতের জিনিস, কুলো, ঝুড়ি সহ বাংলার বিভিন্ন হস্তশিল্প সামগ্রী মণ্ডপ সাজিয়েছে তারা। পুজো কমিটির সম্পাদক বাবলু অধিকারী বলেন, এক সময় আমাদের পুজো মণ্ডপের জায়গায় এক গলা জল ছিল। তখন পুজো করা নিয়ে আমরা চিন্তায় ছিলাম। এখন জল নেমেছে। জোরকদমে মণ্ডপ নির্মাণের কাজ চলছে। মণ্ডপ ছাড়াও আমরা ডিহিভুরশুটের যেখান থেকে প্রতিমা নিয়ে আসি, বন্যার জলে সেই রাজ্য সড়ক দুই জায়গায় ভেঙে যাওয়ায় প্রতিমা আনা নিয়েই সংশয় দেখা দিয়েছিল। যদিও প্রশাসন পরে রাস্তা মেরামত করে দেওয়ায় সেই সংশয় কেটেছে। বন্যার জন্য পুজোর আয়োজনে আমাদের কাটছাঁট করতে হয়েছে। অন্যদিকে, পেঁড়ো নেতাজি সঙ্ঘের পুজো এবার ৩৪ বছরে পদার্পণ করল। এই পুজো কমিটি এবার বুর্জ খালিফার আদলে তাদের মণ্ডপ সাজিয়ে তুলেছে। মুখ্যমন্ত্রী এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন। পুজো কমিটির সভাপতি সাধন ঘোষ বলেন, বন্যার জন্য পুজোর আয়োজন করতে কিছুটা সমস্যা হলেও এখন তা মিটে গিয়েছে। বন্যার কারণেই পুজোর আয়োজনে কাটছাঁট করতে হয়েছে। রাজাপুর জাগ্রত যুব গোষ্ঠীর পুজো এবার ২৮ তম বর্ষে পদার্পণ করল। এ বছর এই পুজো কমিটির থিম ‘সহজপাঠ’। পুজো কমিটির সম্পাদক সন্দীপ মণ্ডল বলেন, বন্যার কারণে একসময় পুজো বন্ধ করে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। তবে জল নেমে যাওয়ায় আমরা নতুন উদ্যমে পুজোর আয়োজন করেছি। মহালয়ার পর থেকেই পুজোর আমেজ ফিরে এসেছে গোটা এলাকায়। -নিজস্ব চিত্র
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির  সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৭.৫০ টাকা১১১.২৬ টাকা
ইউরো৮৯.৩০ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা