খেলা

স্টুয়ার্টদের মাঝমাঠ অকেজো করাই লক্ষ্য মহমেডানের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার বিকেলে মহমেডান স্পোর্টিংয়ের অনুশীলন তখনও শুরু হয়নি। ভুরভুরে লেবু চায়ে তৃপ্তির চুমুক দেওয়ার ফাঁকে ফুরফুরে মেজাজে আন্দ্রে চেরনিশভ। শ’খানেক সমর্থকের স্লোগানে গমগমে পরিবেশ। কাসিমভ, ফ্রাঙ্কাদের বডি ল্যাঙ্গুয়েজে দুরন্ত আত্মবিশ্বাস। ড্রেসিং-রুমে আছড়ে পড়ছে শব্দব্রহ্ম। অদৃশ্য ক্যাচলাইন, ‘মারকে আয়েঙ্গে, লেকিন হারকে নেহি আয়েঙ্গে’। শনিবার মোহন বাগানের বিরুদ্ধে নামার আগে যুদ্ধং দেহী সাদা-কালো ব্রিগেড। ম্যাচ জিতলে পুরষ্কারের বন্যা। চার লক্ষ টাকার ইনসেনটিভের প্রতিশ্রুতি দিয়েছে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি জাল কাঁপালেও থাকছে ভিটামিন এম। 
আইএসএলে অভিষেকেই আশা জাগাচ্ছে মহমেডান। অ্যাওয়ে যুদ্ধে চেন্নাইয়ানকে হারিয়ে আরও টগবগে আদজারা। রুশ কোচ চেরনিশভের মন্তব্য, ‘মোহন বাগান অন্যতম সেরা দল। তবে আমরা তৈরি। আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে চাই।’ কোচের পাশে বসা আদিঙ্গার মুখে মুচকি হাসি। আসলে হাই-প্রেসিং ফুটবল মহমেডানের হাতিয়ার। নব্বই মিনিট তেল খাওয়া মেশিনের মতো ছুটছেন আলেক্সিসরা। যুবভারতীর বড় মাঠে বাড়তি স্পেস মিলবে। ফাঁকা জায়গায় বলকে রোল করিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে চান চেরনিশভ। রুশ কোচ জানেন, আগের ম্যাচে বেঙ্গালুরু এফসি’র কাছে হেরে কামিংসরা এখন খোঁচা খাওয়া বাঘ। শনিবার সন্ধ্যায় তাদের কাগুজে বাঘ বানাতে চায় রেড রোডের পাশের ক্লাব। চেরনিশভ জানালেন, ‘দৃষ্টিনন্দন ফুটবল না হলেও চলবে। যে করেই হোক তিন পয়েন্ট চাই।’ অনুশীলনে ইঙ্গিত, পরিচিত ৪-৪-২ ফর্মেশনে দল সাজাবেন রুশ কোচ। অহেতুক পরীক্ষা-নিরীক্ষা তাঁর পছন্দ নয়। বিপক্ষে কামিংস, স্টুয়ার্ট, ম্যাকলারেনের মতো ম্যাচ উইনারের উপস্থিতিতেও ঘাবড়াচ্ছেন না তিনি। মোহন বাগান মাঝমাঠে প্লে-মেকার গ্রেগ স্টুয়ার্ট। তাঁর জন্য থাকছে জোনাল মার্কিং। মোলিনা ব্রিগেডকে মাঝমাঠেই থামাতে মরিয়া মহমেডান। পাশাপাশি কামিংস বা ম্যাকলারেনকে রুখতে মহমেডানের দাওয়াই বড় চেহারার ডিফেন্ডার আদজা। 
আইএসএলে প্রথম তিন ম্যাচে সাত গোল হজম করেছে মোহন বাগান। দুই উইং ব্যাক বেশ নড়বড়ে। রেমসাঙ্গা, আলেক্সিস, বিকাশ সিংদের ছুটিয়ে ওই জায়গায় ঘা দিতে চান চেরনিশভ।
2h 2m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা