কলকাতা

জগদ্দলে তৃণমূল কাউন্সিলারের বাড়ি লক্ষ্য করে বোমা, গুলি ছোড়ায় অভিযুক্ত অর্জুন

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বৃহস্পতিবার গভীর রাত থেকে জগদ্দল এর মেঘনা মোড় এলাকা ফের রণক্ষেত্র হয়ে ওঠে। তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর বাড়ি লক্ষ্য করে বোমা মারার ঘটনার জেরে পাল্টা শুক্রবার সকালে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনে হামলা চালানোর অভিযোগ উঠল। অভিযোগের তির সুনিতা সিংহের ছেলে নমিত সিং ও তাঁর দলবলের বিরুদ্ধে। নমিত জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের অনুগামী। অর্জুনের বাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়ার পাশাপাশি মুড়িমুড়কির মতো বোমাবাজি করা হয়। বেশ কয়েক রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ। এমনকী অর্জুন সিং নিজে গুলি চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বোমার আঘাতে তিনি জখম হয়েছেন বলে দাবি অর্জুনের। এই ঘটনায় নতুন করে বারাকপুর শিল্পাঞ্চল উত্তপ্ত হয়ে উঠল। 
অর্জুন সিং এবং নমিত সিং এর দ্বন্দ্ব নতুন নয়। একই রাস্তার উপরে কয়েকটি বাড়ির ব্যবধানে দু’জনের বাসস্থান। লোকসভা ভোটে অর্জুনের পরাজয়ের পর এলাকা শান্ত ছিল। গত কয়েকদিন ধরে নতুন করে দখলের লড়াই শুরু হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন আগেই মেঘনা জুটমিলে বিজেপি-তৃণমূল সংঘর্ষ হয়েছিল। তাতে দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছিলেন। সেই ঘটনার জের মিটতে না মিটতেই এবার অর্জুনের এলাকায় নতুন করে অশান্তি ছড়াল।  
এদিন সাতসকালে বেশ কয়েকজন যুবক এসে আচমকাই মজদুর ভবনে হামলা চালায়। অর্জুনের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ছিলেন। তাঁদের সামনে অর্জুনের বাড়ি লক্ষ্য করে চলে বোমাবাজি, গুলি। বাড়িতেই ছিলেন অর্জুন। বোমার আওয়াজ শুনে বেরিয়ে আসেন। পরে অর্জুন বলেন, ‘আমি বাড়ির ভিতরে ছিলাম। আমার নিরাপত্তারক্ষী এবং কর্মীদের উপর ইট, বোমা ছোড়া হয়, গুলিও চলে। আমার পায়ে বোমার স্প্লিন্টার লেগেছে। পুলিসের সামনেই এসব ঘটনা ঘটেছে। নমিত সিংয়ের নেতৃত্বে এই হামলা হয়েছে।’ 
অন্যদিকে, সোমনাথ শ্যাম বলেন, ‘অর্জুনের লড়াই এখন আমার সঙ্গে। ফলে, আমার অনুগামীদের ওপর হামলা চালানো হচ্ছে। এলাকা দখল করার চেষ্টা করছে তাদের লোকজন। নমিত সিং তাতে বাধা দেয়। তার উপর হামলা চালানো হয়। এদিন অর্জুন নিজে কয়েক রাউন্ড  গুলি চালিয়েছেন। বোমাবাজির ঘটনাও ওদের লোকজন করেছে। এখন আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। নতুন করে এলাকাকে অশান্ত করতে চাইছেন অর্জুন।’
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা