দেশ

বৈবাহিক ধর্ষণ অপরাধ নয়: কেন্দ্র

নয়াদিল্লি: দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর নির্যাতন নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। এরইমধ্যে বৈবাহিক ধর্ষণের মতো গুরুতর বিষয়ে অবস্থান স্পষ্ট করল মোদি সরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দাম্পত্য সম্পর্ককে ধর্ষণের মতো অপরাধের আওতায় শামিল করার বিষয়ে আপত্তি জানিয়েছে কেন্দ্র। শীর্ষ আদালতে এ সংক্রান্ত হলফনামা জমা দিয়েছে সরকার। সেখানে বলা হয়েছে, বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় নিয়ে আসার কোনও প্রয়োজন নেই। কারণ, এব‌্যাপারে অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে। আর বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার এক্তিয়ারও নেই সুপ্রিম কোর্টের। কেন্দ্র আরও বলেছে, বিষয়টি যতটা না আইনি, তার চেয়ে অনেক বেশি সামাজিক ইস্যু। কারণ, সমাজের এর সরাসরি প্রভাব পড়বে। 
কেন্দ্র শীর্ষ আদালতকে আরও বলেছে, সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা না বলে, রাজ্যগুলির মতামত না নিয়ে বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না। তবে কেন্দ্র মেনে নিয়েছে, বিয়ে মানে কোনও মহিলার মতামতের গুরুত্ব খর্ব হয়ে যায় না। ধর্ষণের জন্য শাস্তি হয়। কিন্তু বিবাহিত সম্পর্কে এমন অপরাধের জন্য স্বামীকে একই ধরনের সাজা দেওয়া যায় না। কারণ, দু’টি ক্ষেত্রে সম্মতি লঙ্ঘনের পরিণাম ভিন্ন। 
কেন্দ্র আরও বলেছে, বিবাহিত সম্পর্কে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের একটা প্রত্যাশা থাকে। কিন্তু তার অর্থ এই নয় যে, স্ত্রীকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্কে বাধ্য করতে পারবেন স্বামী। কিন্তু এক্ষেত্রে স্বামীকে ধর্ষণ আইনে শাস্তি প্রদান অনেকটাই বাড়াবাড়ি হয়ে যাবে। বিবাহিত মহিলাদের সম্মতির অধিকার সুরক্ষায় ইতিমধ্যেই সংসদে আইন পাস হয়েছে। কেন্দ্র আরও বলেছে, দাম্পত্য সম্পর্কের অন্যতম ভিত্তি হল স্বামী ও স্ত্রীর শারীরিক সম্পর্ক। ভারতীয় সমাজে বিবাহিত সম্পর্ককে একটা প্রতিষ্ঠান বলে মনে করা হয়। এখন বৈবাহিক ধর্ষণকে শাস্তির আওতায় নিয়ে এলে ওই প্রতিষ্ঠানের ভিত্তিই দুর্বল হয়ে যাবে।
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা