দেশ

শুরু হয়েছে মানুষের উৎসব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্দিষ্ট কয়েকটি মহল থেকে আওয়াজ তোলা হয়েছে এবার দুর্গোৎসব নয়। তারজন্য মিটিং, মিছিল, সামাজিক মাধ্যমে পোস্ট চলছে দেদার। কিন্তু যারা এই কাজটা করছে, তাদের জবাব দিয়েছেন বাংলার মানুষই। মহালয়ার দিন থেকেই পুজো-উৎসব মুখর আট থেকে আশি। কেনাকাটা, ঠাকুর দেখা— সব চলছে একসঙ্গে। উৎসবের এই চেনা ছবিটা তুলে ধরে দুর্গা পুজোর উদ্বোধনে গিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, এত কোটি কোটি মানুষের উৎসব আর কোথাও হয় না। ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। উৎসব হোক উৎসারিত, উচ্ছ্বসিত। বরণীয় ও স্মরণীয় করে রাখব। আর ঠিক এই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রীর কথায় উঠে এল অষ্টমীর রাতের জনজোয়ারের ছবিটা। গত মঙ্গলবার শ্রীভূমির পুজো 
প্রাঙ্গণে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার জানালেন, সুজিত বসু আমায় ফোন করেছিল। বলল, এদিনই মনে হচ্ছে অষ্টমীর রাতের জনজোয়ার। মানুষের উৎসব শুরু হয়েছে। এত উৎসাহ, 
উদ্দীপনা সবার মধ্যে। বস্তুত, এই বক্তব্যের মধ্যে দিয়ে উৎসব হয় না বলে যাঁরা রটাচ্ছেন, তাঁদের কাছে বাস্তব ছবিটা তুলে ধরে বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী। আবার দক্ষিণ কলকাতার একটি 
পুজোয় গিয়ে উদ্যোক্তাদের বললেন, পুজোয় দেখা হল। আবার দেখা হবে, রাস্তায়!
এদিন প্রথমে উত্তর কলকাতার টালা প্রত্যয়ের পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপর ২৫ পল্লি, ৭৪ পল্লি, আলিপুর সর্বজনীন, কোলাহল, বেহালা নূতন দল, বড়িষা ক্লাব, অজেয় সংহতি, ৪১ পল্লি, বোসপুকুর তালবাগান, শীতলা মন্দির, আদি বালিগঞ্জ, ২১ পল্লি, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, কালীঘাট মিলন সঙ্ঘের পুজোর উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। শুক্রবার ও শনিবার কলকাতা ও জেলা মিলিয়ে কয়েক শো পুজো উদ্বোধনের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সব মিলিয়ে সংখ্যাটা ১২০০’র বেশি। গোটা বাংলা তো বটেই উত্তর প্রদেশ, ত্রিপুরা, অসম, বিহার এবং ওড়িশার মতো রাজ্য থেকেও এবার পুজো সংক্রান্ত বিস্তর অনুরোধ এসেছে মমতার কাছে। কারও আব্দার উদ্বোধনের, কারও বায়না টেলিফোনে উদ্বোধন সারলেই হবে। আবার কেউ আর্জি জানিয়েছেন শুভেচ্ছাবার্তা পাঠানোর।
এদিন দিনভর ছিল বিক্ষিপ্ত বৃষ্টি। তারমধ্যেই উত্তর থেকে দক্ষিণ কলকাতার পুজো প্রাঙ্গণগুলিতে গিয়ে উদ্বোধন সারেন মুখ্যমন্ত্রী। দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন, বৃষ্টি-দুর্যোগ কাটিয়ে দাও মা। সেইসঙ্গে বানভাসি এলাকার মানুষের পাশে থাকবার বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ১২ অক্টোবর থেকে প্রতিমা বিসর্জন শুরু। এই পর্বেই ১৫ তারিখ রেড রোডের বুকে ১০০ দুর্গা প্রতিমা নিয়ে কার্নিভাল হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যার জেরে উৎসবের রেশ থাকছে আগামী ১৫ তারিখ পর্যন্ত।
এদিন দেশের মানচিত্রে উন্নয়ন, সুখ-শান্তির পরিবেশ ও সকলকে এক রাখার মধ্যে বাংলা যেভাবে এগিয়ে চলেছে, তা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বলেছেন, সারা পৃথিবীর মানচিত্রে দেখাব, যা বাংলা পারে তা কেউ পারে না।  তাই মা দুর্গার কাছে প্রার্থনা, মা সকলকে ভালো রাখুন। বাংলা ভালো থাকুক, দেশ ভালো থাকুক, মাতৃভূমি-ধর্মভূমি-জন্মভূমি-কর্মভূমি ভালো থাকুক, মানুষ ভালো থাকুক। 
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা