দেশ

আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু আন্তর্জাতিক কলকাতা বইমেলা

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সারা বছরের অপেক্ষা। ভিড়ের নিরিখে বাঙালির দ্বিতীয় শ্রেষ্ঠ উৎসব হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। তাই পুজো মিটলেই শুরু হয়ে যায় বইমেলার ‘কাউন্ট ডাউন’। বৃহস্পতিবার পুজোর মুখে বইমেলার দিন ঘোষণা করে দিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। এবার ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে আগামী ২৮ জানুয়ারি (২০২৫)। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ছুটির দিন হিসেবে দু’টি শনিবার ছাড়াও থাকবে দু’টি রবিবার। আজ, শুক্রবার থেকেই স্টলের আবেদন নেওয়া শুরু হচ্ছে। চলতি বছর ৪৭তম কলকাতা বইমেলা শুরু হয়েছিল ১৮ জানুয়ারি। শেষ হয়েছিল ৩১ জানুয়ারি। তবে, মাসের শেষে বইমেলা শেষ হওয়ায় অনেকেই আপেক্ষ করেছিলেন। কারণ, যাঁরা মাস মাইনের উপর নির্ভরশীল, তাঁদের দাবি, ছিল মাইনে পড়ার সময় যেন বইমেলা চলে। তা না-হলে ইচ্ছে থাকা সত্ত্বেও বাজেট কমাতে হয়। এবার অবশ্য সেই সমস্যা নেই। বইমেলার মাঝখানে মাসমাইনে পড়বে। ২০২৩ সালে ৪৬তম বইমেলা শুরু হয়েছিল ৩০ জানুয়ারি। শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। ওই নির্ঘণ্টের কাছাকাছি সূচি করা হয়েছে এবার।
বৃহস্পতিবার রাতে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে ফেসবুক লাইভ করে বইমেলার কথা ঘোষণাও করা হয়েছে। সেখানে গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে, সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় এবং গিল্ডের নতুন প্রজন্মের সদস্য সুদীপ্ত দে। সেখানে সুধাংশুবাবু বলেন, বই মানুষের প্রকৃত বন্ধু। এবার ২৮ জানুয়ারি থেকে আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে। পুজোর সময় আমরা সকলকে এই আনন্দের খররটি দিলাম। আমরা শুক্রবার থেকেই বইমেলার প্রস্তুতিও শুরু দিচ্ছি। যাঁরা স্টল নেন, তাঁদের আবেদনের চিঠি শুক্রবার থেকেই নেওয়া হবে। ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন নেওয়া হবে। পুজোর ছুটির দিন বাদ থাকবে। ত্রিদিববাবু বলেন, পুজোর মতো বইমেলাও উৎসব। এবার পুজোর আগে যে বইপার্বণ অনুষ্ঠিত হল, সেখানেও ভালো বিক্রি হয়েছে। আমরা আশা করছি, এবার কলকাতা বইমেলায় রেকর্ড ভিড় হবে।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উকিল ও ডাক্তারদের কর্মব্যস্ততা বাড়বে। পত্নী/পতির স্বাস্থ্য আকস্মিক ভোগাতে পারে। মানসিক অস্থিরভাব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা