দেশ

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক ওড়িশার মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২০ সালের এপ্রিলে লাদাখ সীমান্তে লালফৌজের ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের জেরে সংঘাত শুরু হয়েছিল। তারপর থেকে চীনের সঙ্গে ভারতের সম্পর্কে উত্তেজনা রয়েছে। ২০২০ সালের আগের অবস্থায় ফিরে যাওয়াই এখন আলোচনার ভরকেন্দ্র। কিন্তু সেই অবস্থা ফেরেনি।  চীনের সঙ্গে সম্পর্ক এখনও মোটেই স্বাভাবিক নয়। তা এখনও যথেষ্ট জটিল। যে কোনও সময় যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ‘চাণক্য ডায়ালগস’ শীর্ষক একটি আলাপচারিতায় এই হুঁশিয়ারি দিয়েছিলেন সোমবার। এতে মনে করা হয়েছিল চীন সম্পর্কে সতর্ক মনোভাব নিয়েই চলছে ভারত। এছাড়া কিছুদিন আগেই  বাণিজ্য মন্ত্রকও চীনের লগ্নি সতর্ক করেছিল। কিন্তু সেনাপ্রধানের বয়ানের ৪৮ ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেইহংয়ের সঙ্গে বৈঠক করলেন ওড়িশায় বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
এদিনের বৈঠকে ওড়িশা সরকার চীনের থেকে আরও বেশি লগ্নির আহ্বান জানিয়েছে। ওড়িশা তো বটেই, ভারতের বিভিন্ন রাজ্যে চীনের লগ্নি বাড়ানোর কথা জানানো হয়েছে। একাধিক রাজ্যে চীনের লগ্নির অফার রয়েছে বলে জানান চীনের রাষ্ট্রদূত নিজেই। তিনি বলেছেন, এক হাজার বছরের বেশি সময় ধরে ভারত ও চীন বন্ধু। সুতরাং সেই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হচ্ছে। আগামী কয়েক বছরে দুই দেশ একজোট হয়েই এশিয়ার অর্থনীতিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা