দেশ

মধ্যপ্রাচ্যে অশান্ত পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে বাড়ল অপরিশোধিত তেলের দাম

মুম্বই, ৪ অক্টোবর: ইজরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে বাড়ল অপরিশোধিত তেলের দাম। গত ২৪ ঘন্টায়, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি প্রায় ৪ ডলার বেড়ে তা ব্যারেল প্রতি ৭৮ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লুটিআই ক্রুডের দাম বেড়ে হয়েছে ব্যারেল প্রতি প্রায় ৭৪ ডলার। মধ্যপ্রাচ্যের এই অশান্ত পরিস্থিতির জেরে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। ফলে জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও বিশ্ববাজারে তেলের সরবরাহ এখন পর্যন্ত যথেষ্টই রয়েছে। কিন্তু তা সত্বেও পুজোর মুখে ভারতের বাজারেও পেট্রোল-ডিজেলের দাম বাড়ার বেশ খানিকটা সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই মার্কিন মুলুকে জ্বালানি তেলের দামে কিছুটা প্রভাব পড়েছে। এমনকী সেদেশের টেক কোম্পানিগুলির শেয়ারের দরও বেশ কিছুটা নেমে গিয়েছে। যুদ্ধের প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও। সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ সেনসেক্স ১২৭২ পয়েন্ট পড়ে যায়। এরপর গতকাল ফের ১৮০০ পয়েন্টের কাছাকাছি পড়ে সেনসেক্স। এমনকী আজ, শুক্রবারও ভারতে সেনসেক্সের সূচক নিম্নমূখী। সূত্রের খবর, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির পরই হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্র অপরিশোধিত তেলের মজুত বাড়িয়েছে। ইতিমধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে অপরিশোধিত তেলের সরবরাহ বিঘ্নিত হতে পারে। তার জেরেই এই তেলের মজুত বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের কী অবস্থান থাকবে এখন সেটাই দেখার। প্রসঙ্গত, তথ্য অনুযায়ী ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এমনকী এই দেশটি তেল উৎপাদনকারী সংস্থা ওপেকের তৃতীয় বৃহত্তম সদস্য। বিশ্বে যত পরিমাণ জ্বালানি তেল উৎপাদন হয় তার প্রায় ৪ শতাংশ জোগান দেয় ইরান। সেই দেশের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ শুরু হওয়ায় আগামীদিনে জ্বালানি তেলের দামে ওঠা-পড়া নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছে ভারত-সহ একাধিক দেশ।  
23h 23m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা