দেশ

সদগুরুর আশ্রমে পুলিসি তদন্তে স্থগিতাদেশ, নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেল জাগ্গি বাসুদেব তথা সদগুরু প্রতিষ্ঠিত ঈশা ফাউন্ডেশন। দুই তরুণীকে জোর করে আটকে রাখার অভিযোগ উঠেছে ফাউন্ডেশনের বিরুদ্ধে। এই নিয়ে পুলিসি তদন্তের নির্দেশ দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। বৃহস্পতিবার সেই তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি হাইকোর্ট থেকে মামলাটি সুপ্রিমকোর্টে স্থানান্তরিত করা হয়েছে। মামলার পর্যবেক্ষণে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, ‘এই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে সেনা বা পুলিসকে প্রবেশের অনুমতি দেওয়া যায় না।’ বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ শর্মা।
গত মাসে এক ব্যক্তি অভিযোগ করেছিলেন, তাঁর দুই মেয়েকে তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ঈশা ফাউন্ডেশনের আশ্রমে আটকে রাখা হয়েছে। মেয়েদের ফেরত পেতে হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন ওই ব্যক্তি। ৩০ সেপ্টেম্বর আদালত তামিলনাড়ু পুলিসকে ওই আশ্রমে প্রবেশ করে তদন্তের অনুমতি দেয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় ঈশা ফাউন্ডেশন। এরপর ভিডিও কনফারেন্সে দুই তরুণীর সঙ্গে কথা বলে সুপ্রিম কোর্টের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ। তরুণীরা জানান, আটকে রাখার কোনও ঘটনাই ঘটেনি। তাঁরা নিজেদের ইচ্ছাতেই সেখানে রয়েছেন। এরপরই পুলিসের তদন্তে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে মামলাটি যেহেতু বিচারাধীন, তাই আর কোনও মন্তব্য করছি না।’
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা