বিনোদন

চাঁদের হাট

• রানি মুখোপাধ্যায়ের শাড়ির আঁচল সামলালেন শাহরুখ খান। হাত ধরে মঞ্চে তুললেন  বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনীকে। উপস্থিত দর্শকদের সঞ্চালনার ম্যাজিকে বুঁদ করলেন। ভিকি কৌশলের সঙ্গে ‘ও আতনাভা’ গানে নাচলেন। ভূষিত হলেন সেরা অভিনেতার সম্মানে। আবার পরিচালক মণি রত্নমের পা ছুঁয়ে প্রণামও করলেন। এমনই নানান টুকরো টুকরো ছবি গেঁথে শাহরুখ ময় হয়ে রইল চলতি বছরের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (আইফা ২০২৪)। আবু ধাবিতে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার রাতেই দুবাই রওনা দিয়েছিলেন কিং খান। পুত্র আরিয়ান খানের গ্রেপ্তারির সময় তিনি যে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন, তা অকপটে স্বীকার করলেন অভিনেতা। তুলে ধরলেন স্ত্রী গৌরীর সহৃদয়তার কথা। ‘জওয়ান’ ছবির জন্য এদিন সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন রানি মুখোপাধ্যায়। সেটা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য। অনিল কাপুর ও শাবানা আজমি পেলেন সেরা সহ অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার। পাশাপাশি ‘অ্যানিমাল’ ছবির জন্য সেরা খলনায়ক পুরস্কার পেয়েছেন ববি দেওল। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবি সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এছাড়াও বিশেষ সম্মান পেয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। তাঁকে ও প্রযোজক-পরিবেশক জয়ন্তীলাল গাদাকে ভারতীয় সিনেমায় অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়েছে। সিনে জগতে ২৫ বছর পূর্ণ করায় সম্মানিত করা হয়েছে করণ জোহরকে। ভিকি কৌশল ও শাহরুখের পাশাপাশি তিনিও এবার মঞ্চে ছিলেন সঞ্চালক হিসেবে। শাহরুখকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি অবসর নেওয়ার পর, বলিউডের রোমান্স কিং কে হবেন?’ বাদশার জবাব মন জয় করেছে সকলের। তাঁর উত্তর, ‘আমার সঙ্গে সঙ্গে রোমান্সও অবসর নেবে।’ কৃতী শ্যানন, করিনা কাপুর খান, শাহিদ কাপুর, জাহ্নবী কাপুর, নোরা ফাতেহি সহ আরও অনেক তারকা পারফর্ম করেন। মেয়েকে নিয়ে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। নজর কাড়ে ‘বলিউডের এভারগ্রিন বিউটি’ রেখার পারফরম্যান্স। 
10d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা