কলকাতা

বারুইপুর সংশোধনাগারে বন্দিমৃত্যু  সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারুইপুর সংশোধনাগারে বন্দি মৃত্যুর ঘটনায় এবার বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০২৩ সালের ২ সেপ্টেম্বর সংশোধনাগারেই মৃত্যু হয় গফুর মোল্লা নামে এক ব্যক্তির। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর সার্কেলের আবগারি দপ্তরের হাতে ধরা পরার পর তাঁকে বারুইপুর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। অভিযোগ, মৃতদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। পরিবার লিখিতভাবে তা নিয়ে অভিযোগ জানালেও তার ভিত্তিতে এফআইআর রুজু করতে অস্বীকার করেছিল পুলিস। এছাড়াও ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ নিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। এই ঘটনায় বাবার মৃত্যুর বিচার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সেলিম মোল্লা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি উঠলে ডিআইজি’র (কারেকশনাল সার্ভিস) কাছে রিপোর্ট তলব করা হয়। পাশাপাশি ডায়মন্ডহারবার আবগারি জেলার সুপারের কাছেও রিপোর্ট তলব করেন তিনি। দু’টি রিপোর্ট জমা পড়ার পর দেখা যায়, ডিআইজি’র রিপোর্টে গফুরের দেহে আঘাতের কথা উল্লেখ থাকলেও এফআইআর দায়ের হয়নি। এরপর এই ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দেয় আদালত। বিচারপতি ঘোষের নির্দেশ, তদন্তকারী দলে থাকবেন ডায়মন্ডহারবার পুলিস জেলার সুপার রাহুল গোস্বামী, আইজি ট্রেনিং প্রণব কুমার ও কলকাতার পুলিসের হোমিসাইড শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনার বীরেশ্বর চট্টোপাধ্যায়। ৩০২ ধারায় এফআইআর রুজু করে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি। ৯ ডিসেম্বর তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ।
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা