কলকাতা

বিরিয়ানিতে ক্ষতিকর কেমিক্যাল, কোন্নগরে দোকান সিল পুরসভার

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিরিয়ানিতে ক্ষতিকর কেমিক্যাল মেশানোর অভিযোগে কোন্নগরের একটি দোকান সিল করে দিলেন পুরকর্তারা। শুক্রবার বিকেলে হুগলির কোন্নগরের স্টেশন রোডে দোকানটি রয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুজো মরশুমে ফাস্টফুডের দোকানে ব্যাপক ভিড় হয়। সেই কথা মাথায় রেখেই খাবারের গুণগত মান যাচাইয়ের কাজ শুরু করা হয়েছিল। পুরসভার স্বাস্থ্যবিভাগের একটি দল শুক্রবার অভিযানে যায়। প্রায় ১৮টি দোকানে খাবারের মান পরীক্ষা করা হয়। কিন্তু স্টেশন রোডের একটি দোকানে গিয়ে স্বাস্থ্যকর্মীরা দেখতে পান, বিরিয়ানিতে রং গাঢ় করতে শিল্পকাজে ব্যবহৃত রং মেশানো হচ্ছে। হাতেনাতে দোকানকর্মীদের ধরে ফেলেন তাঁরা। তারপরেই দোকান সিল করে দেওয়া হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, দোকানটি স্থায়ী হলেও সেটির কোনও ট্রেড লাইসেন্স ছিল না। সেই কারণে দোকান মালিকের জরিমানাও করা হয়েছে। তবে গোটা ঘটনায় উদ্বিগ্ন পুরসভার চেয়ারম্যান স্বপন দাস। তিনি বলেন, অন্যতম জনপ্রিয় খাবার বিরিয়ানি। অথচ সেখানেই ক্ষতিকর রং মেশানো হচ্ছে। যে রং মিশিয়ে বিরিয়ানি বানানো হচ্ছিল তার প্যাকেটে লেখা রয়েছে, ‘খাবারের কাজে ব্যবহার করা যাবে না। মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’ তারপরেও তা দেদার মেশানো চলছে। বিরিয়ানির পাশাপাশি ফুচকার দোকান নিয়েও আমাদের উদ্বেগ আছে। আমরা ধারাবাহিক নজরদারি চালাচ্ছি। তবে মানুষকেও একটু সচেতন হতে হবে।
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা