কলকাতা

বনগাঁয় জন্মদিনেই ফাঁস দিয়ে আত্মঘাতী পঞ্চম শ্রেণির ছাত্র

সংবাদদাতা, বনগাঁ: বাবাকে ছেলে বলেছিল, জন্মদিনে কেক আনতে। পায়েস খাওয়াতে বলেছিল মাকে। বাবা-মায়ের সঙ্গে ওই কেক, পায়েস খাওয়ার সাধ ছিল ছেলেটির। অভাবের সংসারে ছেলের আব্দার মেটাতে বাবা দুধ কিনে এনেছিলেন পায়েস রান্নার জন্য। বাবা-মা বিকেলে বাজার থেকে কেক ও মিষ্টি আনতে গিয়েছিলেন। কিন্তু সেই কেক, মিষ্টি, দুধ সবই পড়ে রইল। জন্মদিনের সন্ধ্যায় ঘর থেকে উদ্ধার হল পঞ্চম শ্রেণির ওই ছাত্রের ঝুলন্ত দেহ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকার সুন্দরপুর গ্রামে। মৃত ছাত্রের নাম প্রীতম বিশ্বাস (১১)। সূত্রের দাবি, গামছার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। কী কারণে এই আত্মহত্যা, তা অবশ্য জানা যায়নি।
বনগাঁর সুন্দরপুর গ্রামের বাসিন্দা প্রকাশ বিশ্বাসের ছেলে প্রীতম বিশ্বাসের জন্মদিন ছিল বৃহস্পতিবার। এদিন সকালে বাবাকে সে বলেছিল, কেক আনতে। মাকে বলেছিল, পায়েস রান্না করে দিতে। দিনমজুর বাবার কাছে টাকা না থাকায় তিনি বলেছিলেন, রবিবার ছেলেকে মাংস এনে দেবেন। তবে ছেলের জন্য পায়েসের দুধ এনে দিয়েছিলেন তিনি। সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে নিয়েই ছেলের জন্য কেক কিনতে গিয়েছিলেন প্রকাশবাবু। বাজার করে আগেই বাড়িতে ফিরে আসেন মা দেখেন, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। জোর করে দরজা খুলে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখেন তিনি। খবর পেয়ে ছুটে আসেন প্রকাশ বিশ্বাস। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বনগাঁ গাড়াপোতা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল প্রীতম। প্রতিবেশীদের কথায়, মিশুকে স্বভাবের ছিল সে। প্রকাশবাবু বলেন, ছেলে বলেছিল জন্মদিন উপলক্ষ্যে কেক আর পায়েস খাবে। রবিবার টাকা পেলে ছেলেকে মাংস খাওয়াব বলেছিলাম। তার আগেই সব শেষ হয়ে গেল। পড়ে রইল জন্মদিনের কেক, পায়েস।
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা