কলকাতা

হেফাজতে থাকাকালীন দমদম সংশোধনাগারে মৃত্যু বন্দির, রিপোর্ট তলব হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেল হেফাজতে থাকাকালীন এক বন্দির মৃত্যুর ঘটনায় পুলিসের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। একটি প্রতারণার মামলায় শেখ মশির আলি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানার পুলিস। জেল হেফাজতের নির্দেশ দেয় নিম্ন আদালত। এরপর থেকে তিনি দমদম সংশোধনগারে বন্দি ছিলেন। অভিযোগ, সেখান থেকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরিবারকে এ তথ্য দেওয়া হয়নি। অভিযোগের প্রেক্ষিতে কেস ডায়েরি সহ গোটা ঘটনা জানতে চেয়েছে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ।   শুক্রবার শুনানির সময় মামলাকারীর আইনজীবী সারোয়ার জাহান দাবি করেন, একটি প্রতারণা সংক্রান্ত মিথ্যা মামলায় গত ৩১ মার্চ গঙ্গানগর এলাকার শেখ মশির আলিকে গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানার পুলিস। গ্রেপ্তারির পর পুলিস হেফাজতের পরিবর্তে জেল হেফাজতে পাঠানো হয়। এরপর থেকে তিনি দমদম সংশোধনাগারে ছিলেন। পরবর্তীতে ১০ এপ্রিল আদালতে তাঁকে সশরীরে হাজির করানোর কথা থাকলেও তাঁকে ভার্চুয়ালি হাজির করায় পুলিস। এক্ষেত্রে নিম্ন আদালতের কোনও নির্দেশ ছিল না। এরপর ১৭ এপ্রিল হঠাৎ তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং পথেই তাঁর মৃত্যু হয়। কিন্তু কোনও তথ্যই তাঁর পরিবারকে দেওয়া হয়নি। রাজ্যের আইনজীবী দাবী করেন, পেটে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করায় প্রথমে ওই বন্দিকে জেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই তাঁর মৃত্যু ঘটে। রাজ্যের এই বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতির প্রশ্ন, এই গোটা ঘটনায় কেন পরিবারকে কিছু জানান হল না? আপাতত কেস ডায়েরি সহ ঘটনায় পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন বিচারপতি সিনহা। ১৭ জুলাই মামলার পরবর্তী শুনানি।
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা