কলকাতা

কামারহাটির সাগর দত্ত মেডিক্যালে অস্থায়ী  কর্মীদের কর্মবিরতি অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, বরানগর: চার মাস ধরে বেতন হচ্ছে না অস্থায়ী কর্মীদের। এই অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া কর্মবিরতি এখনও চলছে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। ফলে এদিনও চূড়ান্ত দুর্ভোগের শিকার হন মুমূর্ষু রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। হাসপাতালের তরফে অস্থায়ী কর্মীদের কাছে পরিষেবা বজায় রেখে আন্দোলনের অনুরোধ চালানো হয়েছে। এছাড়া দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বেসরকারি সংস্থার মাধ্যমে সাগর দত্ত মেডিক্যাল কলেজে প্রায় ৪০০ অস্থায়ী কর্মী কাজ করেন। বেশ কয়েক মাস ধরে তাঁদের বেতন নিয়ে সমস্যা চলছে। এর আগে অস্থায়ী কর্মীরা বেশ কয়েকবার কর্মবিরতির ডাক দিয়ে আন্দোলনে নেমেছিলেন। বৃহস্পতিবার থেকে তাঁরা একটানা আন্দোলন শুরু করেছেন। আন্দোলনকারী প্রসেনজিৎ ভট্টাচার্য বলেন, দাবিপূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা চাই স্বাস্থ্যদপ্তরের কর্তারা হস্তক্ষেপ করুক। হাসপাতালের এক কর্তা বলেন, পরিষেবা চালু রাখার আবেদন জানানো হয়েছে। ঠিকাদার সংস্থার সঙ্গেও কথা বলা হচ্ছে। আশা করছি দ্রুত সমস্যা মিটবে। 
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা