কলকাতা

বাঁশবেড়িয়া পুরসভায় স্ট্যান্ডিং কমিটি থেকে কাউন্সিলারদের পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যানকে নিয়ে কাউন্সিলারদের একাংশের ক্ষোভ অব্যাহত। শুক্রবার ১১ কাউন্সিলার পুরসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করে চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন। মহকুমা শাসকের কাছে সেই চিঠির কপিও পাঠিয়েছেন। তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ দখলে থাকা পুরসভার অন্দরের ওই কাজিয়াকে ঘিরে দলের ভিতরে ও বাইরে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে স্বাক্ষরকারী কাউন্সিলাররা একগুচ্ছ অভিযোগ তুলেছেন। মুখ্য অভিযোগ, চেয়ারম্যান পুরসভার কাউন্সিলারদের অন্ধকারে রেখে কাজ করছেন। পাশাপাশি এলাকার উন্নয়নে কাউন্সিলারদের কোনও পরামর্শ নেওয়া হচ্ছে না। এ নিয়ে পুরসভার তৃণমূল চেয়ারম্যান আদিত্য নিয়োগী স্পষ্ট কোনও মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেছেন, ‘যা বলার দলের নেতৃত্বকে বলব।’
প্রসঙ্গত চেয়ারম্যানের বিরুদ্ধে কার্যত ‘অনাস্থা’ কাউন্সিলাররা এবারই প্রথম দেখালেন, এমন নয়। গত জুন মাসে তাঁরা বারবার পুরসভার অন্দরে ও বাইরে বিক্ষোভ দেখিয়েছেন। দলীয় নেতৃত্বের কাছেও অভিযোগ করেছেন। সবমিলিয়ে বাঁশবেড়িয়ায় কাউন্সিলারদের ‘বিদ্রোহ’ ক্রমেই বড় আকার নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক মহলের দাবি, পুরসভার বিভিন্ন কমিটি থেকে পদত্যাগ করতে চাওয়া আদপে চেয়ারম্যানের উপরে চাপ বাড়ানোর কৌশল। এই পদক্ষেপ নিয়ে কাউন্সিলারদের বিদ্রোহী অংশ কার্যত অনাস্থার পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন। শেষপর্যন্ত তা হলে শাসকদলের বিড়ম্বনা বাড়বে।
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা