দেশ

থোক টাকা নিয়েও নামমাত্র ‘রিটার্ন’ , বর্ধিত পেনশন! কেন্দ্রের নয়া জুমলা

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: পিএফের আওতায় থাকা প্রবীণদের বর্ধিত হারে পেনশন দিতে গোড়াতেই বেঁকে বসেছিল নরেন্দ্র মোদি সরকার। সুপ্রিম কোর্টের গুঁতোয় বাধ্য হয় পিছু হটতে। শুরু হয় উদ্যোগ। এরপর বর্ধিত হারে পেনশনের জন্য কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফওতে। কিন্তু পেনশন দেওয়ার ব্যাপারে কেন্দ্রের মানসিকতা নিয়েই প্রশ্ন উঠেছে। এই ক্ষেত্রে প্রশাসনিক কাজ ধীর গতিতে এগলেও গোল বেঁধেছে অন্য জায়গায়। যাঁরা বর্ধিত হারে পেনশন পাবেন, তাঁদের কাছে নিয়ম মতো ‘ডিমান্ড নোটিস’ আসতে শুরু করেছে। অর্থাৎ বর্ধিত হারে পেনশনের জন্য সরকারের কাছে আরও কত টাকা বাড়তি জমা করতে হবে, তারই চিঠি পাচ্ছেন প্রবীণরা। সেই নোটিস বা চিঠিগুলিতে সরকার বকেয়া টাকা চেয়ে পাঠাচ্ছে। অভিযোগ, ওই টাকা জমার পর তারা কত টাকা মাসিক পেনশন দেবে, তার কোনও আভাস দিচ্ছে না কেন্দ্র। এমনকী বকেয়া পেনশন বাবদ থোক কত টাকা মিলবে, সেই বিষয়েও কোনও বার্তা নেই। প্রবীণরা বলছেন, এক মাস টাকা দিতে দেরি করলে আমাদের কত টাকা সুদ গুনতে হবে, তা স্পষ্ট ভাষায় লিখছে কেন্দ্র। কিন্তু আমরা কত টাকা পাব, তার নিয়ে কুলুপ এঁটেছে তারা। কেন সরকারের কাজে এত ধোঁয়াশা বা অস্পষ্টতা থাকবে, সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। যাঁরা বর্ধিত হারে পেনশন পাচ্ছেন, তাঁরা আরও হতাশ হচ্ছেন। কারণ, যে টাকা পেনশন বাবদ পাওয়ার আশায় তাঁরা থোক টাকা জমা করেছিলেন, তার ধারকাছ দিয়েও পেনশন মিলছে না। একে স্রেফ মোদি সরকারের নয়া জুমলা বলে তোপ দাগছেন অনেকেই। রাজনৈতিক মহল বলছে, প্রাপ্য না দেওয়াটা এই সরকারের চেনা ছবি। প্রতিশ্রুতি পালনের আশা করাই বৃথা।
কেন কম পেনশন দেওয়ার অভিযোগ করছেন প্রবীণরা? ইপিএস-৯৫ স্কিমের আওতায় থাকা ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির রাজ্য শাখার সভাপতি তপন দত্ত বলেন, ‘পেনশনের ক্ষেত্রে ফর্মুলা হল, কর্মচারীর প্রাপ্ত শেষ বেসিক ও ডিএ’র সঙ্গে চাকরির মেয়াদ গুণ করে, তাকে ৭০ দিয়ে ভাগ। এক্ষেত্রে ধরে নেওয়া হয়, কর্মীরা সর্বাধিক ৩৫ বছর চাকরি করতে পারেন। শেষ বেসিক ও ডিএ বলতে কর্মজীবনের শেষ পাঁচ বছরের বেতনের গড় করা হয়। পিএফ দপ্তর নিজেই এই হিসেব সামনে আনে। যাঁরা ডিমান্ড নোটিস পাচ্ছেন, তাঁদের শেষ পাঁচ বছরের বেসিক ও ডিএ’র গড়ের হিসেব কষেই নোটিস পাঠাচ্ছে কেন্দ্র। কিন্তু পেনশন চালুর পর দেখা যাচ্ছে, চাকরির শেষ পাঁচ বছর নয়, চাকরি জীবনের বেতনের গড় অঙ্কের হিসেবে পেনশন মিলছে। স্বাভাবিক কারণেই সেই টাকা অনেকটা কম। এটা কেন হবে? পাশাপাশি আমাদের বক্তব্য, কোন হিসেবে পেনশন ও বকেয়া দেওয়া হবে, তার উল্লেখ কেন করবে না কেন্দ্র? সরকার নিজেই যখন পাই-পয়সার হিসেব বুঝে নিচ্ছে, তখন পেনশন দেওয়ার ক্ষেত্রে এত ধোঁয়াশা থাকবে কেন?’ ইপিএফও’র কেন্দ্রীয় অছি পরিষদের প্রাক্তন সদস্য দিলীপ ভট্টাচার্য বলেন, ‘আমি পরিষদের বৈঠকে স্পষ্ট জানিয়েছিলাম, একে হায়ার পেনশন না বলে হায়ার টেনশন বলা ভালো। কারণ, পেনশন না দেওয়ার জন্য যত রকমের ফন্দি আঁটা যায়, তা এঁটেছে কেন্দ্র। নিয়মের গেরোয় বাতিল হয়ে যাচ্ছে সিংহভাগ আবেদন। এর উপর পেনশনও মিলছে কম। বঞ্চিত হচ্ছেন প্রবীণরা।’
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শ্লেষ্মা ও বাতজ রোগ বৃদ্ধিতে কাজকর্মে ব্যাঘাত। গৃহাদি নির্মাণ বা সংস্কারে শত্রুর বাধা। ধর্মে মতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৪.৯০ টাকা১০৮.৩৯ টাকা
ইউরো৮৮.৮১ টাকা৯১.৯৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা