দেশ

বিষাক্ত গ্যাসের প্রভাব! ছত্তিশগড়ে কুয়োয় নেমে প্রাণ গেল পাঁচজনের

রায়পুর: ছত্তিশগড়ে কুয়োর ভিতর বিষাক্ত গ্যাসের প্রভাবে প্রাণ গেল পাঁচজনের। শুক্রবার জাঞ্জগির-চম্পা জেলার কিকিরদা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই। মৃতদের পরিজনকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন তিনি। অব্যবহৃত একটি কুয়োয় নামার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল কুয়ো থেকে দেহগুলি উদ্ধার করে। বিলাসপুর রেঞ্জের আইজি সঞ্জীব শুক্লা জানিয়েছেন, মৃতদের নাম রামচন্দ্র জয়সওয়াল (৬০), রমেশ প্যাটেল (৫০), রমেশের দুই ছেলে রাজেন্দ্র (২০) ও জিতেন্দ্র (২৫) এবং টিকেশ্বর চন্দ্র (২৫)। 
প্রাথমিকভাবে জানা গিয়েছে, রামচন্দ্রর বাড়ির উঠোনেই ৩০ ফুট গভীর ওই কুয়োটি রয়েছে। সেটি কাঠের পাটাতন দিয়ে চাপা দেওয়া থাকত। ঝড়-বৃষ্টিতে ওই পাটাতন কুয়োর ভিতরে পড়ে যাওয়ায় সেটি তুলতে কুয়োয় নামেন রামচন্দ্র। কিন্তু গ্যাসের প্রভাবে অজ্ঞান হয়ে যান তিনি। তাঁর স্ত্রী সাহায্যের জন্য চিত্কার শুরু করলে পাশের বাড়ি থেকে তিনজন কুয়োর ভিতরে নামেন। কিন্তু কেউই উপরে না উঠে আসায় শেষে টিকেশ্বর কুয়োয় নামেন। তিনিও অজ্ঞান হয়ে যাওয়ায় পুলিসে খবর দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ব্যবহার না হওয়ার ফলে ওই কুয়োর ভিতরে কোনও বিষাক্ত গ্যাস জমেছিল। সেই গ্যাসের প্রভাবেই প্রত্যেকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা