রাজ্য

প্রকল্পই বাদ, বাংলার বরাদ্দ কেটে ডাবল ইঞ্জিন ও শরিকদের খয়রাত

প্রীতেশ বসু, কলকাতা: সংখ্যা কমেছে। বদলায়নি বাংলাকে বঞ্চনার অভ্যাস। আর এবার তো দায়বদ্ধতা বিজেপির ডাবল ইঞ্জিনের সঙ্গে সরকার বাঁচানো শরিকদেরও। তাই কোপ দেওয়ার জন্য বেছে নেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যকে। তৃতীয় ইনিংসের শুরুতেই জাতীয় সড়ক সংক্রান্ত প্রকল্পের বরাদ্দ ছেঁটে চিঠি এল ৫৬ পাতার। ২০২৪-২৫ অর্থবর্ষে জাতীয় সড়ক উন্নয়ন খাতে কোন রাজ্যে সর্বাধিক কত টাকার কাজ হবে এবং কোন কোন প্রকল্পে, তা বেঁধে দিয়ে সম্প্রতি নবান্নে একটি চিঠি পাঠিয়েছে সড়ক পরিবহণ মন্ত্রক। ২৮ জুনের এই চিঠিতে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের সর্বোচ্চ অনুমোদনের উল্লেখ রয়েছে। সঙ্গে বিস্তারিতভাবে প্রতিটি প্রকল্পের পুঙ্খানুপুঙ্খ পরিমাপ ও বরাদ্দ। তাতে দেখা যাচ্ছে, বাংলার জাতীয় সড়ক উন্নয়নের লক্ষ্যে নেওয়া একটি আস্ত প্রকল্পকেই ছেঁটে ফেলা হয়েছে তালিকা থেকে। সেটি হল, প্রস্তাবিত খড়্গপুর-মোরগ্রামের ১৪ নম্বর জাতীয় সড়ক। যা দেখা যাচ্ছে, দু’-একটি রাজ্য ছাড়া এনডিএ সরকারের বড় শরিক চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশ, নীতীশ কুমারের বিহার, একনাথ সিন্ধের মহারাষ্ট্র তো বটেই, উত্তরপ্রদেশ, গুজরাত, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো ডাবল ইঞ্জিনও এই খাতে চলতি অর্থবর্ষে পেতে চলেছে ৫ হাজার কোটি টাকার কাছাকাছি বা তার থেকে বেশি। কেন্দ্রের চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, চলতি অর্থবর্ষে এরাজ্যে জাতীয় সড়ক সংক্রান্ত ২৯টি প্রকল্পের কাজ হাতে নেওয়া যেতে পারে। তার জন্য খুব বেশি হলে ৩ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দ মিলতে পারে। আরও উল্লেখযোগ্য বিষয় হল, এই ২৯টি প্রকল্পের অধিকাংশই উত্তরবঙ্গের। প্রশ্ন উঠছে, উত্তরবঙ্গে বিজেপির তুলনামূলক ভালো ফলের জন্যই কি প্রাপ্তিযোগ বেশি? আর কোপ দক্ষিণবঙ্গের প্রকল্পে?
১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রামীণ সড়কের টাকা বন্ধ করে লাগাতার বাংলাকে ভাতে মারার চেষ্টা চলছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই আগুনে ঘৃতাহুতি করল এবারের বরাদ্দে কোপ। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যের দেওয়া প্রস্তাবে ছিল দু’হাজার কোটি টাকা অর্থমূল্যের খড়্গপুর-মোরগ্রাম জাতীয় সড়ক সহ দক্ষিণবঙ্গের অনেকগুলি প্রকল্প। রাজ্যের পদস্থ কর্তাদের অভিযোগ, এক ধাক্কায় বাংলার বরাদ্দ দু’হাজার কোটি টাকা ছাঁটতেই অবিশ্বাস্যভাবে বাদ দেওয়া হয়েছে প্রস্তাবিত জাতীয় সড়ক প্রকল্প। সেখানে সীমান্তবর্তী না হওয়া সত্ত্বেও মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের মতো রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। জানা গিয়েছে, এই বার্ষিক প্ল্যানে নির্ধারিত প্রকল্পের জন্যেই ডিপিআর পাঠাতে পারবে রাজ্য। ফলে খড়্গপুর-মোরগ্রাম কাজের জন্য আগামী অর্থবর্ষের অপেক্ষা ছাড়া কোনও উপায় নেই বাংলার। ক্ষুব্ধ প্রশাসনিক মহল বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি পাইয়ে দেওয়ার রাজনীতির বিরুদ্ধে? তাহলে এটা কী হচ্ছে? নড়বড়ে সরকার টিকিয়ে রাখার চেষ্টা?
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শ্লেষ্মা ও বাতজ রোগ বৃদ্ধিতে কাজকর্মে ব্যাঘাত। গৃহাদি নির্মাণ বা সংস্কারে শত্রুর বাধা। ধর্মে মতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৪.৯০ টাকা১০৮.৩৯ টাকা
ইউরো৮৮.৮১ টাকা৯১.৯৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা