রাজ্য

খরচ সবচেয়ে কম, স্বস্তির শহর কলকাতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি প্রকল্পে মাত্র পাঁচ টাকায় মেলে পেট ভরা ডিমের ঝোল-ভাত। বাস ভাড়া, ট্রেন ভাড়া, দুপুরের খাবার, বিকেলের টিফিন... এই ২০২৪ সালেও কলকাতা শহরে শ’খানেক টাকা হাতে থাকলে এই সব কিছুর খরচ উঠে যায়। এখনও এতটাই সস্তা কলকাতা। ভারতের অন্য যে কোনও মহানগরে এটুকুর জন্য ব্যয় হয় দ্বিগুণ কিংবা তারও বেশি। একটি মার্কিন সংস্থার সমীক্ষাতেও এবার উঠে এল এমন তথ্য। জীবনধারণের খরচের উপর ভিত্তি করে বিশ্বের ২২৬টি দামি মহানগরের তালিকা তৈরি করেছে তারা। আর সেই লিস্টে ভারতের শহরগুলির মধ্যে সবচেয়ে নীচে নাম কলকাতার। এর অর্থ একটাই— দেশের মধ্যে সবচেয়ে সস্তার শহর এই কল্লোলিনী তিলোত্তমা। আর সবচেয়ে ব্যয়বহুল নগরী মুম্বই। গত বছরের তুলনায় ১১ পয়েন্ট বেশি পেয়ে ১৩৬ নম্বরে উঠে এসেছে বাণিজ্যনগরী। আর কলকাতা ৪ পয়েন্ট বেশি পেয়ে রয়েছে ২০৭ নম্বরে। কলকাতার একটু উপরে ২০৫ এ রয়েছে পুনে। ২০২-এ হায়দরাবাদ, ১৯৫-এ বেঙ্গালুরু, ১৮৯-এ চেন্নাই, ১৬৫-তে নয়াদিল্লি। দেশের এই সাত শহরই জায়গা করে নিয়েছে ওই তালিকায়।
আবাসন, গণপরিবহণ, খাবার, বস্ত্র, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, বিনোদন সহ ২০০টি ক্ষেত্রের তুলনামূলক বিশ্লেষণ করে তালিকাটি তৈরি করেছে মারসার নামে ওই সংস্থাটি। সেই হিসেবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের প্রথম পাঁচে রয়েছে হংকং, সিঙ্গাপুর, সুইজারল্যান্ডের জুরিখ, জেনেভা ও বাসেল। সবচেয়ে সস্তা তিন শহর পাকিস্তানের ইসলামাবাদ, নাইজেরিয়ার লাগোস ও আবুজা।
কিন্তু দেশের মধ্যে কলকাতা কি সত্যিই সস্তা? বেসরকারি সংস্থার কর্মী সুমন রায়ের সাফ জবাব, ‘হ্যাঁ! যাদবপুরের কফি হাউজে বসে আড্ডা মারতে মারতে দু’কাপ কফি আর বাটার টোস্ট খেলাম ১০০ টাকায়। এত সস্তা আর কোন শহর?’ চাকুরিজীবী সপ্তর্ষি ভট্টাচার্য বলছিলেন, ‘বন্ধু-বান্ধবের কাছে শুনি, মুম্বই-বেঙ্গালুরুতে এক কামরার ফ্ল্যাট ভাড়া দিতে গিয়ে মাস মাইনে শেষ হয়ে যায়। সেদিক থেকে কলকাতায় বাড়িভাড়া অনেক সস্তা।’ এপ্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ‘এখানে মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে। মাত্র ৫ টাকায় ডিম-ভাত তার মধ্যে অন্যতম। দেশজুড়ে মূল্যবৃদ্ধির যন্ত্রণার মধ্যেও এ রাজ্যের মানুষ অনেক রেহাই পায়।’
অর্থনীতির প্রাক্তন অধ্যাপিকা লপিতা সরকার অবশ্য কলকাতার সমস্ত এলাকাকে সস্তা বলতে রাজি নন। তিনি বলেন, কালীঘাট-রাসবিহারীতে বাড়িভাড়া খুব কম নয়। কিন্তু এখানে শ্রম সস্তা। আশপাশ থেকেই সব্জি-মাছ আসায় খাওয়াও মোটের উপর সস্তা। তারপর এখানে গণপরিবহণ ব্যবস্থা খুবই ভালো। এর জন্য এশহর সস্তা হওয়ার পক্ষে অনুকূল।’  
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও সঙ্গে অপ্রত্যাশিত কলহে লিপ্ত হয়ে অপযশ। ব্যবসা ও পেশায় কিছুটা শুভ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৫.২৩ টাকা১০৮.৭২ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা