দেশ

‘অযোধ্যায় বিজেপিকে হারিয়েছি, গুজরাতেও হারাব’ তোপ রাহুলের

আমেদাবাদ (পিটিআই): সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে হিন্দুত্ব ইস্যুতে বিজেপিকে তোপ দেগেছিলেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতার সেই মন্তব্য ঘিরে পাল্টা সুর চড়ায় গেরুয়া শিবিরও। সেই ইস্যুতেই আমেদাবাদে গুজরাত প্রদেশ কংগ্রেস দপ্তরের বাইরে দুই দলের কর্মী-সমর্থকরা মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তোলে কংগ্রেস। এদিন সেই আমেদাবাদে দাঁড়িয়েই বিজেপির মুণ্ডপাত করেন সোনিয়া-পুত্র। রাহুল বলেন, ‘কার্যালয়ে ভাঙচুর করে, হুমকি দিয়ে ওরা (বিজেপি) আমাদের চ্যালেঞ্জ করেছে। শুনে রাখুন, ওরা যেভাবে আমাদের কার্যালয়ে ভাঙচুর করেছে, একইভাবে আমরা একত্রে লড়ে ওদের সরকার ভাঙব। লিখে রাখুন, কংগ্রেস গুজরাতের ভোটে লড়বে এবং অযোধ্যার মতোই বিজেপি ও নরেন্দ্র মোদিকে হারাবে। ভয় না পেয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করলে ওরা আর গুজরাতের মানুষের সামনে দাঁড়াতে পারবে না।’ রাহুল দাবি করেন, গুজরাতে কংগ্রেস জিতবে। এই রাজ্য থেকেই নতুন সূচনা হবে দলের। কারণ প্রধানমন্ত্রী মোদির দর্শনের বেলুন ফেটে গিয়েছে।
রামমন্দির আন্দোলন শুরু করেছিলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি। ১৯৯০ সালের ২৫ সেপ্টেম্বর গুজরাতের সোমনাথ থেকে ‘রাম রথযাত্রা’ শুরু করেছিলেন তিনি। এবার সেই গুজরাতের মাটি থেকেই রামমন্দির আন্দোলন নিয়ে বিজেপিকে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার আমেদাবাদে তিনি বলেন, ‘অযোধ্যায় বিজেপিকে হারিয়ে একদা আদবানির শুরু করা রামমন্দির আন্দোলনকে পরাস্ত করেছে ‘ইন্ডিয়া’ ব্লক। গুজরাতের আগামী বিধানসভা ভোটেও বিজেপির জন্য একই পরিণতি অপেক্ষা করছে।’ পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির রাজ্য থেকেই এদিন তাঁকে তুলোধোনা করেছেন লোকসভার বিরোধী দলনেতা। রাহুলের খোঁচা, ‘মোদিজি অযোধ্যা থেকে লোকসভা ভোটে লড়তে চেয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর সমীক্ষকরা তাঁকে আটকান। বলেন, হেরে যাবেন, আপনার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে। সেই কারণেই প্রধানমন্ত্রী অযোধ্যা থেকে লড়েননি। বারাণসীতেই প্রার্থী হন তিনি। সামান্য ব্যবধানে জেতেন। আমাদের কিছু ভুল হয়েছিল। তা নাহলে বারাণসী থেকেও আমরা তাঁকে হারাতাম।’
গুজরাতের পার্টি কর্মীদের চাঙ্গা করতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী মোদিকে তীব্র কটাক্ষ করেন রাহুল। বলেন, ‘সংসদে আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, আপনি কি সত্যিই রক্ত-মাংসের মানুষ? কারণ প্রধানমন্ত্রী নিজেই বলেন, তিনি জৈবিক নন, ঈশ্বরের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ রয়েছে। ঈশ্বরের সঙ্গে সত্যিই সরাসরি যোগাযোগ থাকলে অযোধ্যায় হারলেন কীভাবে? প্রধানমন্ত্রী মনে করেন, একমাত্র তিনি ছাড়া বাদবাকি সবাই জৈবিক। গুজরাতের মানুষ, গান্ধীজি, ভারতের কৃষক ও শ্রমিক সবাই রক্তে মাংসে তৈরি। একমাত্র তিনিই আর সবার মতো জৈবিক নন। যিনি শ্রমিককের কষ্ট বোঝেন না, হীরে শিল্পে কর্মরতদের যন্ত্রণা বোঝান না, তিনি গুজরাতের মানুষকে নীতিকথা শোনান কীভাবে?  
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা