রাজ্য

পার্টির নাম ‘লেবার’ দেখে ব্রিটেনকে ‘লাল সেলাম’ সিপিএমের একাংশের!

সোহম কর, কলকাতা: ব্রিটেনে ১৪ বছর পর ক্ষমতায় এসেছে লেবার পার্টি। পার্টির নাম লেবার, পতাকার রং লাল। এতেই উচ্ছ্বসিত বঙ্গ সিপিএমের একাংশ! কর্মী-সমর্থকরা বলছেন, ‘লাল ঝড়’। রাজ্য কমিটির এক সদস্যও সোশ্যাল মিডিয়ায় লেবার পার্টির জয়ের খবর দিয়ে লিখেছেন, ‘৪০০ পার’। লালপার্টির কিছু অতি উৎসাহী কর্মী-সমর্থক এখানেই না থেমে ব্রিটেনকে ‘লাল সেলাম’ পর্যন্ত জানাচ্ছেন। অথচ, রাষ্ট্রবিজ্ঞানের বিশেষজ্ঞরা সাফ জানিয়ে দিচ্ছেন, ব্রিটেনের ভোটে জয়ী লেবার পার্টিকে বামপন্থী বলা যায় না। এমতাবস্থায় সিপিএম নেতৃত্ব মেনে নিচ্ছে যে দলে রাজনৈতিক চর্চার অভাব রয়েছে। 
ব্রিটেনে লেবার পার্টির জয় উদযাপন নিয়ে বিরুদ্ধ মতও উঠে এসেছে সিপিএমের মধ্যে। রাজ্য কমিটির আরেক সদস্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ইতিহাস না জানলে লেবার পার্টি তো লাল সেলাম পাবেই।’ আন্তর্জাতিক রাজনীতির হালহকিকৎ নিয়ে বামপন্থীরা কমবেশি ওয়াকিবহাল থাকেন বলে মনে করেন অনেকে। তাঁরাই যেভাবে লেবার পার্টির জয়ে সাগরপারের দেশে বামপন্থার উত্থান খুঁজে পেলেন, তা দেখে স্বাভাবিক কারণেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বাম-বিরোধী শিবির। 
কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা কাবেরী চক্রবর্তী বলছিলেন, ‘লেবার পার্টি একেবারেই বামপন্থী নয়। বরং অনেক সময় ওদের কনজারভেটিভদের নরম রূপ বলা হচ্ছে। এবার প্রতিষ্ঠান বিরোধী ভোট পেয়েছে লেবার পার্টি। সেটাকে দক্ষিণপন্থী বা বামপন্থী, এতখানি বলা যায় কি না, তা নিয়ে আলোচনার অবকাশ রয়েছে। আমি দেখেছি, বামপন্থীদের একাংশের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে। কারণ, ঘোষিত দক্ষিণপন্থী দল পিছু হটেছে। তাছাড়া, লেবার পার্টির ইস্তাহারে স্বাস্থ্য, শ্রমিক, অর্থনীতি নিয়ে কিছু পুরনো কথা রয়েছে। এসব সেই অর্থে কিছুটা ইতিবাচক। তবে লেবাররা বহুদিন ধরেই বামপন্থায় নেই।’ সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্য বলেন, ‘সমর্থক কেউ কেউ আছেন, যাঁরা এসব লিখছেন। লেবার পার্টি নাম বলে তাকে বামপন্থী-কমিউনিস্ট ভাবার কোনও কারণ নেই। দলের পুরনোরা এসব জানেন। নতুনরা হয়তো চর্চার সুযোগ পাননি। কিন্তু চরম দক্ষিণপন্থী দলের তুলনায় লেবার পার্টি ভালো। তবে কমিউনিস্ট বা সোশ্যালিস্ট বললে সেটা ভুল।’ এর পাশাপাশি, সিপিএমের অনেক তরুণ নেতা আবার লেবার পার্টি থেকে বেরিয়ে গিয়ে নির্বাচনে জয়ী হওয়া জেরেমি করবিনকে ‘প্রকৃত বামপন্থী’ বলে সওয়াল করছেন। 
3Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা