রাজ্য

কয়েকটি জেলায় ভারী বৃষ্টি আজও, স্বস্তি কাল থেকে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে শুক্রবার একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আজ, শনিবার পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় এই নিম্নচাপের প্রভাবে কিছুটা বেশি মাত্রার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আগামী কাল, রবিবার থেকে বৃষ্টি কমবে। শনিবারের পর আপাতত কোনও জায়গাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, মুর্শিদাবাদ, নদীয়া, কোচবিহার জেলার কোনও কোনও জায়গায়। বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, হুগলি, দুই বর্ধমান এবং উত্তরবঙ্গের সব জেলায়। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, কলকাতাসহ সংলগ্ন এলাকায় আজ শনিবার বৃষ্টির মাত্রা শুক্রবারের চেয়ে কমবে। তবে আকাশ মেঘলা ও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। 
নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই কলকাতাসহ বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে কলকাতায় (আলিপুর) প্রায় ২২ মিমি বৃষ্টিপাত রেকর্ড  হয়েছে। দক্ষিণবঙ্গে এই সময়ের মধ্যে এটাই ছিল সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি। শুক্রবার সকালের পর কলকাতায় বৃষ্টি কমে। তবে রাতে ফের ঝিরঝিরে বৃষ্টি শুরু হয় শহরজুড়ে। দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে সারাদিন ধরে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে বেশি বৃষ্টি হচ্ছে, উত্তর-পূর্ব ভারতে এবং বাংলাদেশের কিছু এলাকায়। এই নিম্নচাপটি বিশেষ শক্তিশালী হয়নি, তাড়াতাড়ি দুর্বলও হয়ে যাবে।
2h 2m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা