রাজ্য

সরকারি দপ্তরে পুজোর ছুটি টানা ১৬ দিন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর ছুটি শুরু হওয়ার আগে রাজ্য সরকারি অফিসে শুক্রবার ছিল শেষ কাজের দিন। শনি ও রবিবার নিয়ে টানা ১৬ দিন ছুটি থাকবে সরকারি অফিসগুলিতে। ২১ অক্টোবর সোমবার ফের সরকারি অফিসগুলিতে স্বাভাবিক কাজকর্ম শুরু হবে। তবে এই দীর্ঘ ছুটির সময় প্রশাসনিক জরুরি কাজ চালাতে যাতে কোনও অসুবিধা না-হয় তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ছুটির সময় নবান্নে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। সেখানে টানা ১২ ঘণ্টা কাজ করার জন্য কর্মীদের রোস্টার তৈরি করা হয়েছে। কন্ট্রোল রুমসহ বিভিন্ন অফিসে পুজোর ছুটির সময় যাঁরা কাজে যাবেন, তাঁদের জন্য খোলা থাকবে নবান্নের ক্যান্টিন।
জেলাগুলিতেও বিশেষ কন্ট্রোল রুম চালু থাকছে। সেচদপ্তরের কন্ট্রোল রুম চালু থাকবে উৎসবের সময়। সচিবালয়, ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের সব সরকারি অফিসে এই দীর্ঘ ছুটির সময় শনি ও রবিবার এবং কয়েকটি বিশেষ দিন ছাড়া প্রতিদিনই কিছু কর্মী ও আধিকারিককে জরুরি কাজের জন্য যেতে হবে। এজন্য‌ সব অফিসে কর্মীদের রোস্টার তৈরি করা হয়েছে। অনেক কর্মীকে ছুটির সময় এক বা দু’দিন অফিস করতে হবে। পুজোর সময় কাজ করার জন্য পরে ছুটি পাওয়া যায় না বলে কর্মী মহলে একটা ক্ষোভ অবশ্য আছে। 
কেষ্টপুর মাস্টারদা স্মৃতি সঙ্ঘের মাতৃমূর্তি।
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা