বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

পর্যটকদের জন্য ‘পঞ্চায়েত ট্যুরিজম’ রাজ্যের, পোর্টালে ক্লিক করলেই হবে ন্যায্য মূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর আগে পর্যটকদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। চলতি উৎসবের মরশুম থেকে চালু হচ্ছে ‘পঞ্চায়েত ট্যুরিজম’। এতদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে পর্যটন দপ্তর, বন দপ্তরের গেস্ট হাউস বা রিসর্টে থাকতে পারতেন পর্যটকরা। এবার পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে পর্যটন কেন্দ্র বা তার আশপাশে ন্যায্য মূল্যে থাকার ব্যবস্থা চালু করা হচ্ছে। বুকিং করা যাবে অনলাইনেই। পঞ্চায়েত দপ্তরের ওয়েবসাইটে ঢুকে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলেই বুকিং করা যাবে গেস্ট হাউস, হোম স্টে বা পছন্দের রিসর্ট। ফলে কোচবিহার থেকে কাকদ্বীপ—ঘুরতে যাওয়ার জন্য মনের মতো থাকার জায়গা খুঁজতে অনেকটাই সুবিধা হবে ভ্রমণার্থীদের। 
পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ই হোক বা চৈতন্যদেবের নবদ্বীপ-মায়াপুর, কোচবিহারের মদনমোহন মন্দির, রাজবাড়ি থেকে শুরু করে শিলিগুড়ির বেঙ্গল সাফারি—রাজ্যজুড়ে একাধিক পর্যটন কেন্দ্রে মিলবে এই সুযোগ। এই ‘পঞ্চায়েত ট্যুরিজম’-এ শুধু থাকার ব্যবস্থাই নয়, ঘরোয়া খাবারের সুব্যবস্থাও থাকছে। একাধিক ক্ষেত্রে রিসর্ট বা গেস্ট হাউস সংলগ্ন জমিতে জৈব চাষ করা হচ্ছে। সেখান থেকে পর্যটকরা চাইলে সব্জি কিনতেও পারবেন। এসবের জন্য রাজ্যের তরফে ‘পঞ্চায়েত ট্যুরিজম’ নামে একটি পোর্টালও তৈরি করা হয়েছে। সেখানেই দেওয়া রয়েছে প্রতিটি লজ, রিসর্ট বা গেস্ট হাউস সংক্রান্ত তথ্য। রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন, দুর্গাপুজোর সময় দেশের বিভিন্ন রাজ্য সহ বিদেশ থেকেও প্রচুর পর্যটক আসেন। রাজ্যের পর্যটকরাও ‘অফবিট ডেস্টিনেশন’-এর খোঁজ করেন অনেক সময়। কিন্তু অনেক ক্ষেত্রেই ঠিকঠাক থাকার জায়গা না মেলায় তাঁরা শেষ পর্যন্ত ভরসা পান না। রাজ্যের তরফে এই নয়া ব্যবস্থা চালু করায় সেই অনিশ্চয়তায কাটবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট এলাকাগুলির আর্থিক উন্নয়নেও গতি আসবে বলে আশাবাদী সরকারি কর্তারা। ওই আধিকারিক আরও জানিয়েছেন, রাজ্যের বাইরে থেকে আসা পর্যটকরা এক ক্লিকেই এই সমস্ত অফবিট পর্যটন কেন্দ্রে পৌঁছনোর সুনির্দিষ্ট রুট জেনে নিতে পারবেন পোর্টাল থেকে।
3Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা